<p>আরিচা- কাজীরহাট নৌরুটে নাব্যতা সংঙ্কটের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাত থেকে ফেরি নৌ চ্যানেলে ডুবো চরে আটকে গেলে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ নিয়ে তৃতীয় বারের মত নাব্যতা সংঙ্কটে ফেরি চলাচল বন্ধ হলো। এতে ঘাটে পারের অপেক্ষায় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। চরম দুর্ভোগে পড়েছে পণ্যবাহী ট্রাকের চালকরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশ টিভির এমডি আরিফ দুই দিনের রিমান্ডে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731835444-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশ টিভির এমডি আরিফ দুই দিনের রিমান্ডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/17/1447625" target="_blank"> </a></div> </div> <p>বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, নদীতে দ্রুত পানি কমে যাওয়া এবং নৌ চ্যানেলে ডুবো চরে ফেরি আটকে যাওয়ার কারণে শনিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ড্রেজিং করে চ্যানেলে বালু অপসরণের কাজ চলছে। উভয় ঘাটে কয়েক শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।</p> <p>ঘাটে পার হতে আসা গাড়ি চালকরা জানান, ড্রেজিংয়ের নামে বিআইডব্লিউটিএ কী করছে নদীতে। কয়েক দিন পর পর ফেরি বন্ধ থাকছে। আমরা জরুরি মালামাল নিয়ে যাচ্ছি ট্রাকে। তাদের কোন দায়িত্ব জ্ঞান নেই। বিষয়গুলো সরকারের দেখা উচিত বলে তারা মন্তব্য করেন।</p>