<p>সমাচার দর্পণ বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র, যা প্রকাশিত হয়েছিল ১৮১৮ সালের ২৩ মে। এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান, তবে পত্রিকার আসল পরিচালনার দায়িত্ব সামলাতেন বাঙালি পণ্ডিতরা।</p> <p>প্রথমে এটি সপ্তাহে একবার প্রকাশিত হলেও পরে সপ্তাহে দুবার প্রকাশ হতে শুরু করে। বাঙালি পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার সংবাদ সংগ্রহ ও লেখা নিয়ে কাজ করতেন। ফলে সমাচার দর্পণ খুব দ্রুতই একটি মানসম্পন্ন সংবাদপত্রে পরিণত হয়।</p> <p>তে বিভিন্ন খবর, ঐতিহাসিক ঘটনাবলি এবং ভৌগোলিক বিষয়ের বিবরণ প্রকাশিত হত। সে সময়ের প্রগতিশীল চিন্তার পত্রিকা হিসেবে এর আলাদা গুরুত্ব ছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দ্য সাবস্ট্যান্স : নারীর বয়স ও সৌন্দর্যের জটিল সমীকরণ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731828739-5ab69d867c7ba11b9f3f12e553acd7d6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দ্য সাবস্ট্যান্স : নারীর বয়স ও সৌন্দর্যের জটিল সমীকরণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/17/1447597" target="_blank"> </a></div> </div> <p>পত্রিকাটি ১৮৪১ সাল পর্যন্ত নিয়মিত প্রকাশিত হয়, তবে পরবর্তী সময়ে কয়েকবার পুনঃপ্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল।</p> <p>সমাচার দর্পণের মাধ্যমে শিক্ষিত বাঙালিরা প্রথমবারের মতো গদ্যের রস উপভোগ করতে শুরু করে। তখনকার বাংলা সাহিত্য মূলত পদ্যকেন্দ্রিক ছিল। এই পত্রিকার জনপ্রিয়তা পাঠকের সংখ্যা বাড়িয়ে তোলে এবং আরও নতুন পত্রিকার চাহিদা তৈরি করে। এর ফলে বাংলা গদ্য সাহিত্য নতুন দিগন্তে পা রাখে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইতিহাসের সবচেয়ে কৃপণ নারী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731827022-c8f51f22a2b500fb236037b070babbb0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইতিহাসের সবচেয়ে কৃপণ নারী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/17/1447590" target="_blank"> </a></div> </div> <p>সমাচার দর্পণের প্রভাবেই আরও কিছু উল্লেখযোগ্য পত্রিকা প্রকাশিত হয়, যেমন সংবাদকৌমুদী (১৮২১) এবং সমাচারচন্দ্রিকা (১৮২২)। এগুলোও বাংলা সংবাদপত্র ও সাহিত্যকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।</p> <p>সমাচার দর্পণ শুধুমাত্র একটি পত্রিকা নয়, এটি ছিল বাংলা ভাষার প্রগতির অন্যতম সূচক। এর মাধ্যমে আধুনিক বাংলা সাহিত্যের ভিত তৈরি হয় এবং সমাজে নতুন ধারার চিন্তার সূত্রপাত ঘটে।</p> <p> </p>