<p>নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন বাংলাদেশের মেয়েরা। শুধু প্রশংসাই নয়, পাচ্ছেন পুরস্কারও। আর্থিকের সঙ্গে পাচ্ছেন বিভিন্ন পণ্য পুরস্কার। ওয়ালটন গ্রুপ থেকে যেমন আজ পেয়েছেন ওয়ালটন ফ্রিজ।</p> <p>তবে ওয়ালটন প্রতিষ্ঠান অনেক দিন ধরেই বাংলাদেশ নারী ফুটবলের পাশে আছে। দীর্ঘদিন ধরেই মেয়েদের ফুটবলের পৃষ্ঠপোষক ওয়ালটন। মেয়েরা সাফল্য এনে দেওয়ায় বাফুফে ভবনে আজ তাদের সম্মাননা জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রত্যেক খেলোয়াড়কে একটি করে ফ্রিজ উপহার দিয়েছে। শুধু খেলোয়াড়রাই নন, সাফে দায়িত্ব পালন করা কোচিং স্টাফসহ সকল কর্মকর্তার জন্যই বরাদ্দ একটি করে ফ্রিজ। ফ্রিজগুলো যে যার সুবিধামত নিকটস্থ ওয়ালটনের শো রুম থেকে সংগ্রহ করতে পারবেন। আর যার ফ্রিজ লাগবে না সে সম পরিমান অর্থ নিতে পারবেন। এর আগে আরও কয়েক জায়গা থেকে আর্থিক পুরস্কার পেয়েছেন মেয়েরা।</p> <p>অর্থ ও এ রকম পুরস্কার পেয়ে খেলোয়াড়রা আনন্দিত হলেও কিছুটা আক্ষেপও রয়েছে তাদের কণ্ঠে। হতাশার বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। বিশ্বের অন্যান্য দেশের খেলোয়াড়রা ব্যক্তিগত স্পনসর পেলেও বাংলাদেশের কোনো খেলোয়াড়ের নেই। সেই বিষয়টি নিয়ে সাবিনা বলেছেন, ‘বিশেষ করে ফুটবল বিশ্বে, পাকিস্তান, নেপাল, ভুটান বিভিন্ন দেশের খেলোয়াড়দের, বিশেষ করে তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত স্পনসর আছে। আমাদের সেটা নেই। যদি যদি আমরা পাই, তাহলে মেয়েরা লাভবান হবে, ফুটবল লাভবান হবে।’</p>