<p>কালেভদ্রে টেস্টে জয় পায় বাংলাদেশ। দীর্ঘ সংস্করণে ধারাবাহিকতার বড্ড অভাব বাংলাদেশের। এক ম্যাচ জিতলে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের সঙ্গী হয় বেশকিছু টেস্ট হার। এমন বাজে পারফরম্যান্স থেকে মুক্তি পেতে হলে খেলোয়াড়দের শিখতে হবে দীর্ঘ সংস্করণে কীভাবে খেলতে হয়। বাংলাদেশি খেলোয়াড়দের শেখার বড় ক্ষেত্রটি হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। যাকে আঁতুরঘর হিসেবেই চেনা হয়।</p> <p>কিন্তু সেই আঁতুরঘরে খেলোয়াড়রা টেস্ট শিখতে মনোযোগী নন বলে জানিয়েছেন আব্দুর রাজ্জাক। তার মতে, সবাই এখন টি-টোয়েন্টিতে মনোযোগী। আজ মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘সত্যি কথা বলতে, সবাই এখন টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত। জাতীয় লিগ বা ঘরোয়া চার দিনের ক্রিকেটকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ জাতীয় লিগকে আমরা ক্রিকেটের আঁতুড়ঘর বলি। এখান থেকে খেলোয়াড়দের তৈরি হতে হয়।’</p> <p>এক বা দুই টুর্নামেন্টে ভালো খেলেই জাতীয় দলে সুযোগ পাওয়া সম্ভব নয় বলেও ক্রিকেটারদের সতর্ক করেছেন রাজ্জাক। বিসিবির নির্বাচক বলেছেন, ‘জাতীয় লিগ আমাদের ক্রিকেটের আঁতুড়ঘর হলেও, জাতীয় লিগে পারফর্ম করা এবং আন্তর্জাতিক ক্রিকেটে খেলা এক নয়। জাতীয় লিগের একটি ম্যাচে একজন খেলোয়াড় ১০০ রান করার পরেই পারফরম্যান্স আর সেভাবে ধরে রাখতে পারছে না। জাতীয় লিগে অনেক ক্রিকেটার ভালো পারফরম্যান্স দেখাচ্ছে, কিন্তু জাতীয় দলে সুযোগ পাওয়া তাদের সবার জন্য সহজ নয়। কারণ, এক বা দুইটি টুর্নামেন্ট দেখে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমাদের উচিত তরুণ ক্রিকেটারদের পর্যবেক্ষণে রাখা এবং তাদের আরো উন্নতির সুযোগ করে দেওয়া।’</p>