<p>ভারতের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে দুর্দান্ত অবদান রেখেছিলেন হার্দিক পান্ডিয়া। ১৪৪ রান ও ১১ উইকেটের পুরস্কার হিসেবে আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন ভারতীয় পেসার। পরে অবশ্য সেই রাজত্ব হারান তিনি।</p> <p>তবে বছরের শেষদিকে এসে সেই রাজত্ব পুনরুদ্ধার করলেন হার্দিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ম্যাচের সিরিজে তেমন দুর্দান্ত কিছু না করলেও ৫৯ রান ও ২ উইকেটের স্বীকৃতি পেয়েছেন তিনি। দুই ধাপ এগিয়ে ২৪৪ পয়েন্টে এখন শীর্ষে এই অলরাউন্ডার। তার উন্নতি হওয়ায় সমান দুই ধাপ অবনতি হয়েছে লিয়াম লিভিংস্টোন (২৩০)। এতে করে এক ধাপ উন্নতি হয়ে দুইয়ে উঠেছেন দিপেন্দ্র সিং ঐরী (২৩১)। তবে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে মার্কো ইয়ানসেনের। ৬৫ ধাপ এগিয়ে ১৪ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার।</p> <p>প্রোটিয়া সিরিজ আসলে মাতিয়েছেন তিলক ভার্মা। টানা দুই সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তৃতীয়টিতে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলার পর চতুর্থ ম্যাচে খেলেন অনবদ্য ১২০ রানের ইনিংস। ২৮০ রান করে সিরিজসেরা তো হয়েছেনই, এবার ব্যাটারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। ৬৯ ধাপ এগিয়ে এখন ব্যাটারদের তালিকায় ৩ নম্বরে বাঁহাতি ব্যাটার (৮০৬)। তিলকের বিশাল উন্নতি হওয়ায় এক ধাপ করে পিছিয়েছে ৪ থেকে ৯ নম্বরের ব্যাটাররা। তবে শীর্ষ দুইয়ে কোনো পরিবর্তন নেই। দুইয়ে থাকা ইংল্যান্ড ব্যাটার ফিল সল্টের ৮২৮ পয়েন্টের বিপরীতে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড (৮৫৫)।</p> <p>বোলাদের র‌্যাংকিংয়েও শীর্ষ দুইয়ে কোনো পরিবর্তন নেই। ৭০১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদের পরেই আছেন শ্রীলঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৬৯৬)। তবে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট নিয়ে ৫ ধাপ এগিয়েছেন অ্যাডাম জাম্পা। ৬৯৩ পয়েন্টে এখন তিনে অস্ট্রেলিয়ান লেগস্পিনার। তার সতীর্থ নাথান এলিস ১৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় পেসার আর্শদ্বীপ সিং। বাঁহাতি পেসার এখন ৯ নম্বরে। তার সঙ্গে ১০ ধাপ এগিয়ে ১৫ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। </p>