<p>২০২২ সালে তৈরি হয় চরকি অরিজিনাল সিরিজ ’পেট কাটা ষ’। সেখানে ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ’মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলোর মাধ্যমে প্রচলিত কিছু ভৌতিক গল্প বলে দারুণ প্রশংসা পান নির্মাতা নুহাশ হুমায়ূন।</p> <p>দর্শক চাহিদার কারণে ’পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন আনার পরিকল্পনা বেশ কিছুদিনের। সে অনুযায়ী ২০২৪ এর এপ্রিলে দেয়া হয় দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা। অপেক্ষার পালা শেষ করে প্রকাশ পেয়েছে দ্বিতীয় সিজনের টিজার। ১৯ নভেম্বর রাত ৮টায় টিজারটি এসেছে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে। শীঘ্রই ঘোষণা করা হবে এর মুক্তির তারিখ।</p> <p>দ্বিতীয় সিজনের নামকরণ করা হয়েছ ‘২ষ’। প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। সেগুলোর নাম এবং অভিনয়শিল্পীদের পরিচয় তাড়াতাড়ি জানানো হবে বলে জানা গেছে। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার ‘২ষ’ এর গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান। ‘২ষ’ এ প্রথমবারের মতো কোনো সিরিজের জন্য গল্প লিখলেন কবি গুলতেকিন।    </p> <p>নির্মাতা নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনেও কিছু প্রচলিত বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। গল্পগুলোতে অতিপ্রাকৃত এবং মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। তবে এসবের সঙ্গে এবার তিনি জুড়ে দিয়েছেন কিছু প্রশ্ন। নুহাশ বলেন, “লোককাহিনী ও কুসংস্কারের বাইরে গিয়ে ’২ষ’ বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে।’’</p> <p>নির্মাতা আরও বলেন, ‘‘দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এই ভয়গুলো মানুষকে আচ্ছন্ন করে রেখেছে বহু বছর ধরে। ‘২ ষ’–এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।’</p> <p>’পেট কাটা ষ’ সিরিজে অভিনয় করেছিলেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু। ২০২৩–এ রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয় ‘পেট কাটা ষ’। একই বছর রটারড্যাম চলচ্চিত্র উৎসবে সিনেমা সংস্করণে অফিশিয়ালি সিলেক্টেড হয় সিরিজটি।</p>