<p>রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে চেকপোস্ট চলাকালে যশোরের অভয়নগর এলাকা থেকে চুরি হওয়া একটি ট্রাক আটক করেছে ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগ। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে আবদুল্লাহপুর চেকপোস্টে ট্রাকটি আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।</p> <p>ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ ঘটিকায় ট্রাফিক উত্তরা বিভাগ চেকপোস্ট করছিল। চেকপোস্ট চলাকালে ঢাকা মেট্রো ট-১৬-১৬৫৮ নম্বরের ট্রাকটিকে থামতে সিগনাল  দেওয়া হয়। তখন ট্রাকটি না থামিয়ে দ্রুত চলে যেতে থাকলে পরে সিগনালে ট্রাকটিকে আটক করা হয়। এ সময় ড্রাইভার ট্রাকটি থামিয়ে তাৎক্ষণিক দৌড়ে পালিয়ে যায়। </p> <p>এরপর ট্রাকটি তল্লাশি করে ট্রাকের কাগজপত্রের একটি চালানে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করলে জনৈক ব্যক্তি ট্রাকটির মালিক বলে পরিচয় দেন। তিনি জানান, এর আগের রাতে যশোরের অভয়নগর এলাকা থেকে তার ট্রাকটি চুরি হয়েছে। এ বিষয়ে যশোরের অভয়নগর থানায় একটি অভিযোগ করেছেন তিনি। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ট্রাকটিকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।</p>