<p style="text-align:justify">৯ মামলার আসামি হয়েও প্রতারণা করে এক যুগেরও বেশি সময় ধরে দিব্যি জীবন চালিয়ে আসছিলেন সাতক্ষীরার হাবিবুল্লা হাবিব। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই তার নামে মামলাগুলো হয়। আওয়ামী নেতাদের ম্যানেজ করেই গা ঢাকা দিয়ে চলছিল তার জীবন। কিন্তু ৫ আগস্টের পর বিএনপি নেতাদের গা-ঘেঁষে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে আসছিলেন। এভাবে পল্টি দিয়ে চলার চেষ্টাকালে র‌্যাব-৬ তার খোঁজ পায়। শুক্রবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে হাবিব এখন জেলাখানায়।</p> <p style="text-align:justify">র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দুর্ধর্ষ তালিকাভুক্ত প্রতারক গ্রুপের প্রধান আসামি হাবিবুল্লাহ হাবিবকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে (১৫ নভেম্বর) র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে শহরের পলাশপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে কালীগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের আহমদ আলীর ছেলে।</p> <p style="text-align:justify">এতে বলা হয়, গত এক যুগেরও বেশি সময় ধরে সাতক্ষীরা ও যশোর জেলাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল হাবিবুল্লাহ। তার নামে কালোবাজারি, দাঙ্গা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিস্ফোরক সামগ্রী নিজ আয়ত্তে রাখা, অস্ত্র ব্যবসা, জমি দখল, সরকারি চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া, ঢাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে নারীদের দিয়ে দেহ ব্যবসাসহ ৯টি মামলা রয়েছে।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিএনপি নেতাদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে আসছিল হাবিব। সেই সঙ্গে ছাত্র সমন্বয়কদের সঙ্গে তাল মিলিয়ে চলছিল এই প্রতারক। সাতক্ষীরা এলাকায় পুনরায় প্রতারণাচক্রের জাল বিছিয়ে নতুন করে এলাকায় প্রতারকচক্রটি সক্রিয় হয়ে উঠছে বলে র‌্যাবের কাছে গোয়েন্দা তথ্য আসতে থাকে। দীর্ঘদিন ধরে পলাতক হাবিবুল্লাহ হাবিব সদর থানাধীন পলাশপোল এলাকায় অবস্থান করছে-এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। অভিযানে হাবিবুল্লাহ হাবিবকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।</p>