<p style="text-align:justify">শেরপুরের নকলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার গৌরদ্বার ইউনিয়নের রুনীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজাসহ তিনজনকে আটক করেছে শেরপুরের নকলা থানার পুলিশ।</p> <p style="text-align:justify">নিহতের নাম আইয়ুব আলী (৬৫)। তিনি রুনীগাঁও গ্রামের দছির উদ্দিনের (সাবেক মেম্বার)। আাইয়ুব আলী পেশায় দর্জি ছিলেন। </p> <p style="text-align:justify">পুলিশ ও এলাকাবাসী জানায়, আপন ভাতিজা মুকুট মিয়ার সঙ্গে আইয়ুব আলীর দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ ছিল। দুই দিন আগে মুকুল তার চাচাকে হত্যা করবে বলে শাসিয়েছিল।</p> <p style="text-align:justify">নিহতের পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে আইয়ুব আলীকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এরপর রাত ১০টার দিকে বাড়ির পাশে পুকুরপারে আইয়ুব আলীর গলা কাটা মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করে। </p> <p style="text-align:justify">নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নিহত আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।</p>