<p style="text-align:justify">মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত দেশ চাই- এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সভা করেছে বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হিলি রেলওয়ে একতা ক্লাব চত্বরে এ সভা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শুভসংঘের প্রতিটি সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ: মোহতাসিম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731652484-44e442d997186017cdcfb8e420508eff.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শুভসংঘের প্রতিটি সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ: মোহতাসিম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/shuvosangho/2024/11/15/1446900" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সভায় বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি তুহিন বাবুর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু ও উপজেলা ছাত্র দলের আহবায়ক আনোয়ার হোসেন খান। এ সময় বক্তব্য রাখেন, দৈনিক কালের কণ্ঠের হিলি প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলন।</p> <p style="text-align:justify">এসময় বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সহ-সভাপতি নাহিদ, সাধারণ সম্পাদক মোছা. খাদিজা আক্তার জুই, ইশরাত জাহান এশা, রীতি রানী সূত্রধর, উম্মে হাবিবা আঞ্জু, হিমু, রেশমি ও সাদিয়াসহ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে’ ভাইরাল স্ট্যাটাস নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731652660-6adab2333d258a3329434f5b58d37075.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে’ ভাইরাল স্ট্যাটাস নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/15/1446901" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন বলেন, 'মাদকদ্রব্য আমাদের সমাজে চরম বিরূপ প্রভাব ফেলছে, অসংখ্যা তার প্রমাণ রয়েছে এই হিলিতে। দেশের কোনো না কোনো প্রান্তের প্রায় প্রতিনিয়তই মাদকের কারণে পরিবার ও সমাজের ওপর দিয়ে বয়ে যায় দুর্ভোগের কালো ছায়া। আপনারা সকলে টিভিতে ও পত্রিকায় প্রতিনিয়তেই দেখছেন মাদকাসক্ত ব্যক্তির হাতে মা, বাবা, স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনের খুনের ঘটনা ঘটছে। তাই যুব যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানাই।' </p> <p style="text-align:justify">সভায় হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু বলেন, 'হিলি হাকিমপুর উপজেলাটি একবারে সীমান্ত ঘেঁষা উপজেলা, আপনারা এই উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনে যে উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ সেই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা সকলে মাদকমুক্ত সমাজ গঠনে আমরা বসুন্ধরা শুভসংঘের পাশে আছি। এই উপজেলায় একটি জটিল ও কঠিন সমস্যার নাম মাদক। বর্তমানে দেশের জনসংখ্যার বৃদ্ধির সং্গে এই সমস্যা প্রকট আকার ধারণ করছে। কোনো পরিবারের কেউ মাদকাসক্ত হলে সে পরিবারটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে।' মাদকের করালগ্রাস থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।</p>