<p>জয়পুরহাট জেলায় আলুর বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অস্থিরতা দেখা দিয়েছে। এ নিয়ে কৃষক ও ভোক্তারা চরম উদ্বেগে রয়েছেন। আলুর বাজারে এমন অস্থিতিশীল পরিস্থিতি কালাই উপজেলা কৃষকদের জন্যও চাপ বাড়িয়েছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং কঠোর মনিটরিং ছাড়া এই অবস্থা নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।</p> <p>জানা গেছে, কৃষকরা মৌসুমের শুরুতে আলু বিক্রি করেছিলেন মাত্র ১৪-১৫ টাকা কেজি দরে, যা বর্তমানে হিমাগার গেটে পাইকারি পর্যায়ে ৬০-৬৫ টাকায় এবং খুচরা বাজারে ৬৮-৭০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ মাত্র চার সপ্তাহ আগেও এই আলুর দাম ছিল পাইকারি পর্যায়ে ৫০-৫৫ টাকা এবং খুচরা বাজারে ৬০-৬৫ টাকায় বিক্রি হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লাল শাপলার মোহনীয় রূপে সেজেছে তারাপুরের ফসলের মাঠ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731647693-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লাল শাপলার মোহনীয় রূপে সেজেছে তারাপুরের ফসলের মাঠ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446880" target="_blank"> </a></div> </div> <p>জেলা ও স্থানীয় প্রশাসন সম্প্রতি হিমাগারগুলোতে অভিযান শুরু করেছে। তবে অভিযানের সময় চতুর মজুদদাররা লুকিয়ে বেচাকেনা বন্ধ করে রাখছেন।</p> <p>মোলামগাড়ী হাটের কৃষক আফজাল হোসেন বলেন, ‘হিমাগারে থাকা আলু এখন বড় ব্যবসায়ীদের দখলে। কৃষকের আলু হিমাগারে তেমন নেই। প্রশাসনের লোকজন আসলে মজুদদাররা উধাও হয়ে যায়, ফলে বেচাকেনা বন্ধ থাকে। আবার প্রশাসনের লোকজন চলে গেলে তারা পুনরায় সক্রিয় হয়।’</p> <p>গত ৫ নভেম্বর <a href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/05/1442986">‘১৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৬৫ টাকায়’</a> শিরোনামে কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে। নতুন যোগদানকারী জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর নেতৃত্বে গত ৬ নভেম্বর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বাজার নিয়ন্ত্রণে হিমাগার মালিক ও ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং অভিযানে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়। পরবর্তী সময়ে ৭ নভেম্বর থেকে জোরেশোরে তদারকি শুরু হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘূর্ণিঝড় সিডরের ১৭ বছর : এখনো অরক্ষিত রাঙ্গাবালী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731646463-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘূর্ণিঝড় সিডরের ১৭ বছর : এখনো অরক্ষিত রাঙ্গাবালী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446873" target="_blank"> </a></div> </div> <p>জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান জানান, নিয়মিত তদারকির ফলে বাজার দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।</p> <figure class="image" style="float:left"><img alt="হিমাগার" height="195" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nahid/Untitled-7A.jpg" width="325" /> <figcaption>উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার একটি<br /> হিমাগার পরিদর্শনে যান। ছবি : কালের কণ্ঠ</figcaption> </figure> <p>তবে হিমাগারগুলোতে যে পরিমাণ আলু আছে, তা মজুদদারদের হাতে জিম্মি বলে জানিয়েছেন কমিশন ব্যবসায়ী সাইদুর রহমান।</p> <p>পূর্বপাড়ার বাসিন্দা আলম মিয়ার মৌসুমের শুরুতে কম দামে আলু বিক্রি করলেও এখন তাকে উচ্চমূল্যে কিনতে হচ্ছে। তিনি বলেন, ‘দুই সপ্তাহ আগেও ৬০ টাকায় কেনা আলু এখন ৭০ টাকায় কিনতে হচ্ছে। কৃষকদের অবস্থা সত্যিই করুণ।’</p> <p>কালাইয়ের শিমুলতলী আরবি হিমাগারের সহকারী ব্যবস্থাপক আব্দুল লতিফ জানান, উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান নিয়মিত তদারকির মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।</p> <p>জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, বাজার নিয়ন্ত্রণে হিমাগার মালিক ও ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়েছে। তবুও যদি কেউ কারসাজিতে জড়িত থাকে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।</p>