<p>ফিফা উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচে মালদ্বীপ জিতলেও আধিপত্য ছিল বাংলাদেশেরই। বসুন্ধরা কিংস অ্যারেনায় সর্বশেষ ম্যাচে বল পজিশনসহ একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে প্রতিপক্ষের গোলরক্ষকের বীরত্ব আর রাকিব হোসেন-শেখ মোরসালিনদের ফিনিশিংয়ের অভাবে ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ।</p> <p>তবে আগামীকাল পরাজয় নিয়ে মাঠ ছাড়তে চান না বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। তার শিষ্যরা জয় এনে দিবে বলে বিশ্বাস স্প্যানিশ কোচের। তার মতে, এবার আমরা জিতব। আজ বসুন্ধরায় অনুশীলন শেষে এমনটিই জানিয়েছেন ৪০ বছর বয়সী কোচ।</p> <p>আজ প্রথম ম্যাচের হারের কষ্টের কথা জানিয়ে কাবরেরা বলেছেন, ‘প্রথম ম্যাচের পরই আমি বলেছিলাম, ভালো এবং ইতিবাচক খেলার পর এমন ফল পাওয়াটা কষ্টদায়ক ছিল, আসলে জয়ের উচ্চাশা ছিল সবার, যেটা আমরা অর্জন করতে পারিনি। এটা মানসিকভাবে খেলোয়াড়দের জন্য কঠিন। গতকাল শারীরিক ও মানসিকভাবে ছেলেদের রিকভারি করা হয়েছে। আজকের ট্রেনিং সেশন নিয়ে আমরা ইতিবাচক। ছেলেরা শারীরিক ও মানসিকভাবে সতেজ হয়ে উঠেছে। এবারও প্রত্যাশা উঁচুতে, ভরপুর প্রাণশক্তিও আছে। আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি, আশা করি আমরা এবার জিতব।’</p> <p>শিষ্যদের কাছে অনেকটা অনুনয়ের সুরে গোলের দাবি যেন জানিয়ে রাখলেন কাবরেরা। তিনি বলেছেন, ‘যদি আপনারা প্রথম ম্যাচের দিকে তাকান, দেখবেন, তাদের অর্ধে আমাদের খেলোয়াড়দের উপস্থিতি ভালো ছিল, সুযোগও এসেছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে না পারার, কেন আমরা গোল করতে পারিনি, সে ব্যাখ্যা দেওয়া কঠিন। দ্বিতীয় ম্যাচেও আমরা প্রতিপক্ষের বক্সে আগের ম্যাচের মতোই বেশি সংখ্যায় থাকার চেষ্টা করব এবং আমরা বিশ্বাস করি, এবার অন্তত একটা গোল করতে পারব।’</p>