<p>রাঙামাটির বরকল উপজেলায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্পিডবোট যোগে রাঙামাটি আসার পথে তাদের আটক করা হয়েছে।</p> <p>আটককৃতরা হলেন, সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা (৩০)। তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৯ হাজার ১০০ টাকা পাওয়া যায়।</p> <p>বিজিবি সূত্র জানায়, স্পিডবোট যোগে ৬ যাত্রী রাঙামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।</p> <p>রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, বিকেল ৪টার দিকে বরকল বিজিবি চেকপোস্টে রুটিন অভিযানের সময় স্পিডবোটে ছয়জন যাত্রীকে জিজ্ঞাসাবাদকালে ভারতের ত্রিপুরা রাজ্যের লুংলে ও দেমাগ্রীর দুই বাসিন্দাকে পাওয়া যায়। তারা বাংলাদেশের ঠেগামুখ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের কাছে ভারতের পাসপোর্ট না থাকলেও ‘আদারকার্ড’ ছিল। তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৯ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘জাতীয় পার্টির কারণেই ৮ বছর আওয়ামী লীগ টিকেছিল’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731681117-b59e87f2bbba432e214b9aab3f2dfd2f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘জাতীয় পার্টির কারণেই ৮ বছর আওয়ামী লীগ টিকেছিল’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446986" target="_blank"> </a></div> </div> <p>বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, ‘বরকল বিজিবি চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটকের খবর পেয়েছি। বিজিবির আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে পুলিশের কাছে হস্তান্তর করবে।’</p>