<p>আয়াতের অর্থ : ‘অতঃপর যখন সে আগুনের কাছে এলো তখন আহ্বান করে বলা হলো, হে মুসা! আমিই তোমার প্রতিপালক, অতএব তোমার জুতা খুলে ফেল। কেননা তুমি পবিত্র তুওয়া উপত্যকায় আছো। ...সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে তাতে বিশ্বাস স্থাপনে নিবৃত্ত না করে, নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে।’</p> <p>(সুরা : তাহা, আয়াত : ১১-১৬)</p> <p>আয়াতগুলোতে মুসা (আ.)-এর প্রথম ওহি লাভের বর্ণনা দেওয়া হয়েছে।</p> <p><strong>শিক্ষা ও বিধান</strong></p> <p>১. মুকাল্লাফের জন্য (যার ওপর শরিয়তের বিধান প্রযোজ্য) সর্বপ্রথম আল্লাহর একত্ববাদের জ্ঞান অর্জন করা ওয়াজিব।</p> <p>২. আল্লাহ মৃত্যু ও কিয়ামত সংঘটিত হওয়ার সময় গোপন রেখেছেন, যেন মানুষ ইবাদতে মগ্ন হতে এবং তাওবা করতে বিলম্ব না করে।</p> <p>৩. জুতায় নাপাকি থাকার ভয় থাকলে মসজিদে প্রবেশের ও নামাজের সময় তা খুলে রাখা ওয়াজিব।</p> <p>৪. জুতায় যদি শুকনা নাপাকি লাগে তবে তা খুঁচিয়ে ফেলে দিলে পবিত্র হয়ে যায়। তবে নাপাকি আর্দ্র হলে ধুয়ে পরিষ্কার করতে হয়ে।</p> <p>৫. কোরআন ও হাদিসের কথা মনোযোগসহ শোনা আবশ্যক, কেননা তা ওহি। এ কারণেই মুসা (আ.)-কে আল্লাহ মনোযোগসহ তাঁর কথা (তথা ওহি) শ্রবণের নির্দেশ দেন। (তাফসিরে মুনির : ৮/৫৩৭)</p> <p> </p> <p> </p> <p> </p>