<p>দাবা বোর্ডে মৃত্যু হয়েছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। আকস্মিক এই মৃত্যু পুরো ক্রীড়াঙ্গনকে যেমন নাড়িয়েছে, তেমনি অন্ধকারে টেনে নিয়েছে তাঁর পরিবারকে। তাঁর ছেলে উঠতি দাবাড়ু তাহসিন তাজওয়ারের পাশে থাকার তাৎক্ষণিক ঘোষণা দিয়েছিলেন অনেকেই। তবে প্রায় চার মাস পেরিয়ে গেলেও তেমন কারো উদ্যোগ দেখা যায়নি।গতকাল প্রথম এগিয়ে এসেছেন ক্রিকেটার তামিম ইকবাল।</p> <p>গতকাল তাহসিন তাজওয়ার ও তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন তামিম, সঙ্গে তাহসিনের হাতে পাঁচ লাখ টাকার চেকও তুলে দিয়েছেন। মিরপুরে সেই সাক্ষাৎ শেষে প্রয়াত জিয়ার স্ত্রী তাসমিন সুলতানার কণ্ঠে কৃতজ্ঞতা, ‘উনি জিয়ার প্রতি সম্মান দেখিয়েছেন। তাহসিনের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দিয়েছেন।</p> <p>আরো অনুপ্রেরণাদায়ী অনেক কথা বলেছেন, যা ওর পাথেয় হয়ে থাকবে।’ বাবাকে হারিয়ে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন থমকে গেছে তাহসিনের। দাবা ফেডারেশন জিয়ার পরিবারের পাশে থাকার কথা বলেছিল। ফেডারেশন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম এখন বলেছেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর আমাদেরই এখন ফেডারেশনে থাকা নিয়ে অনিশ্চয়তা। তবু আমরা চেষ্টা করছি। এ মাসেই যেমন সিঙ্গাপুরে খেলতে যাওয়ার বিমান টিকিট করে দেওয়া হয়েছে ওকে।’</p> <p>গতকাল তামিমের অর্থ সহায়তার পর বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তাহসিনকে দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।</p>