<p>নেত্রকোনার দুর্গাপুরে একটি আবাসিক হোটেলে যৌথবাহিনীর অভিযানে মাদক সেবনরত অবস্থায় তনয় সাহা (৪০) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। </p> <p>বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় সোমেশ্বরী লাক্সারিয়াস নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর। </p> <p>এ ছাড়াও হোটেলের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ ও হোটেল ব্যবস্থাপনা আইনে সোমেশ্বরী লাক্সারিয়াস হোটেলকেও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত তনয় সাহা নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরকোনো ইউনিয়নের তপন সাহার ছেলে। </p> <p>জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্গাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিনের রওশনের নেতৃত্বে সোমেশ্বরী লাক্সারিয়াস হোটেলে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় হোটেলের প্রতিকক্ষে তল্লাশি করে মাদক সেবনরত অবস্থায় একজনকে আটকসহ মদের বোতল ও মাদকদ্রব্য সেবনের বিভিন্ন আলামত সংগ্রহ করে সেনাবাহিনী।</p> <p>উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।</p>