<p>ঝিনাইদহ সদরের কালুহাটি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের খোলা জায়গায় পাঠদান করানো হচ্ছে। সেই সঙ্গে খেলার মাঠ, লাইব্রেরি না থাকায় ও বেঞ্চ সংকটে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। বিদ্যালয়ের ভবন না থাকায় বেঞ্চ, টেবিল, ব্ল্যাকবোর্ডসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বাধ্য হয়ে উন্মুক্ত জায়গায় রাখতে হচ্ছে। এতে স্কুলের মূল্যবান উপকরণ নষ্ট হয়ে যাচ্ছে। নতুন ভবনের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করলেও কোনো উত্তর পায়নি স্কুল কর্তৃপক্ষ।</p> <p>শিক্ষার্থীদের অভিযোগ, রোদ-বৃষ্টিতে সীমাহীন কষ্ট সহ্য করে খোলা আকাশের নিচে ধুলাবালির মধ্যে ক্লাস করে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। বৃষ্টির দিনে বিদ্যালয়ে পাঠদান চালু রাখলে আরো দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। বৃষ্টির দিনে ক্লাস করতে গিয়ে অনেক শিক্ষার্থীর বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। বৃষ্টিতে স্কুলড্রেস ভিজে ঠাণ্ডা, কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় অনেকেই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেন সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় ছিলেন আইয়ুবুর, জানালেন নিজেই" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731575834-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেন সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় ছিলেন আইয়ুবুর, জানালেন নিজেই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446550" target="_blank"> </a></div> </div> <p>জানা যায়, জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কালুহাটি গ্রামে ২০০১ সালে কালুহাটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ২৫৭ জন ও ২৪ জন শিক্ষক-কর্মচারী আছেন। প্রতিষ্ঠানটিতে পুরনো জরাজীর্ণ ২টি টিনের ঘরের মধ্যে একটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।</p> <p>আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সরেজমিন ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নবম শ্রেণির ছাত্রছাত্রীদের খোলা মাঠের মধ্যে পাঠদান চলছে। পাশে সড়কের যানবাহনের উচ্চ শব্দে তাদের পাঠদানের ব্যঘাত ঘটছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাজতখানায় বসে টাকা হাতবদল : কনস্টেবল বরখাস্ত, ওসিসহ ৩ জনকে শোকজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731573681-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাজতখানায় বসে টাকা হাতবদল : কনস্টেবল বরখাস্ত, ওসিসহ ৩ জনকে শোকজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446538" target="_blank"> </a></div> </div> <p>নবম শ্রেণির শিক্ষার্থী সাদিকা শাহীন বলেন, ‘খোলা আকাশের মধ্যে ক্লাস করতে আমাদের খুব কষ্ট হয়। অনেক সময় ঠিক মতো ক্লাস হয় না। বৃষ্টি হলে বই-খাতা ভিজে যায়। ফলে ক্লাস বন্ধ হয়ে যায়।’</p> <p>আরেক শিক্ষার্থী নাফিজ তাজওয়ার রাফি বলেন, ‘এভাবে বাইরে লেখাপড়া করতে আমাদের খুব সমস্যা হচ্ছে। আমাদের স্কুলে না আছে বেঞ্চ, না আছে শ্রেণিকক্ষ।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুড়িয়ে পাওয়া ইঁদুরের ওষুধ খেয়ে প্রাণ গেল ভাই-বোনের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731563390-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুড়িয়ে পাওয়া ইঁদুরের ওষুধ খেয়ে প্রাণ গেল ভাই-বোনের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446500" target="_blank"> </a></div> </div> <p>কালুহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা পর্যাপ্ত আছে। নতুন ভবন, শ্রেণিকক্ষের সংকট থাকায় শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যা নিয়ে আমরা একাধিক বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল পাইনি।’</p>