<p style="text-align:justify">কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় হওয়া মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার সঙ্গে রিমান্ডে থাকা জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার এবং জহিরুল ইসলাম নামের বুড়িচংয়ের এক আওয়ামী লীগ নেতাকেও একইভাবে কারাগারে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">দুই দফায় মোট চারদিন রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।</p> <p style="text-align:justify">কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান বলেন, নতুন করে রিমান্ড আবেদন না করায় শুক্রবার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৪ নম্বর আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">গত বুধবার বিকেলে একই আদালত শুনানি শেষে এ কে এম শহীদুল হক, এ কে এম জি কিবরিয়া মজুমদারসহ তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার আদালত তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন।</p> <p style="text-align:justify">মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মশিউর আলম বলেন, ‘আসামিরা মোট চার দিনের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আমরা সেগুলো যাচাই করে দেখছি। তদন্ত স্বার্থে এসব তথ্য এখন প্রকাশ করা যাচ্ছে না। আমরা শুক্রবার দুপুরে আসামিদের আদালত পুলিশের কাছে হস্তান্তর করি। এরপর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’</p>