<p>সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য টানা পাঁচবারের সাবেক সাংসদ ড. আব্দুর রাজ্জাককে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে মির্জাপুর থানা পুলিশ। আজ শুক্রবার (১৫ নভেম্বর) থেকে এই রিমান্ড শুরু হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন।</p> <p>ওসি মোশারফ হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। তখন একদল দুষ্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ সময় গোপালপুর এলাকার কলেজছাত্র ইমন গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট ইমন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এই ঘটনায় ইমনের ভাই সুমন ১৯ আগস্ট বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিগারেট না দেওয়ায় দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা, আহত ৬" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731663246-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিগারেট না দেওয়ায় দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা, আহত ৬</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446933" target="_blank"> </a></div> </div> <p>ওই মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়। গত ১৪ অক্টোবর ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। সাত দিনের রিমান্ড আবেদন করে গত ১১ নভেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানি শেষে আদালতের বিচারক ইসমত আরা পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ শুক্রবার সকালে টাঙ্গাইল কারাগার থেকে ড. আব্দুর রাজ্জাককে মির্জাপুর থানায় রিমান্ডে নেওয়া হয়েছে।</p> <p>ড. আব্দুর রাজ্জাক ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে টাংগাইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের তৎকালীন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরবর্তীতে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বরও থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পঞ্চমবার সংসদ সদস্য নির্বাচিত হলেও শেখ হাসিনার মন্ত্রীসভায় তার জায়গা হয়নি। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অভিযানের সময় সটকে পড়েন মজুদদাররা, বিক্রি বন্ধ রাখেন আলু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731659809-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অভিযানের সময় সটকে পড়েন মজুদদাররা, বিক্রি বন্ধ রাখেন আলু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446905" target="_blank"> </a></div> </div> <p>মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র ইমন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়। এই মামলায় ড. আব্দুর রাজ্জাককে পাঁচদিনের রিমান্ডে আনা হয়েছে।</p>