<p>শখের স্মার্টফোনে মাঝে মাঝে অদ্ভুত কিছু সমস্যা দেখা যায়। এগুলো সমাধানযোগ্য হলেও, ক্ষণিকের জন্য সেগুলো থেকে হতাশা তৈরি হয়। তেমনি একটা সমস্যা ‘পাওয়ার বাটন’ কাজ না করা। তবে পাওয়ার বাটন কাজ না করলে দুশ্চিন্তার কিছু নেই। সহজেই এর থেকে মুক্তি পেতে পারেন, নিচের পদ্ধগুলোর সাহায্যে।</p> <p><strong>ভলিউম বাটন ব্যবহার করুন</strong><br /> ভলিউম বোতাম এবং চার্জার সংযুক্ত করে ফোনটি রিস্টার্ট করার চেষ্টা করুন।  কিছু ফোনে ভলিউম ডাউন + হোম বোতাম একসঙ্গে চেপে ধরা যায়।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রানজিস্টরের ম্যাকানিজম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732090821-0a9b944b1c6fdb8f40d4a59a88be31c4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রানজিস্টরের ম্যাকানিজম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/20/1448703" target="_blank"> </a></div> </div> <p><strong>চার্জার সংযুক্ত করুন</strong><br /> চার্জার লাগালে অনেক সময় ফোন অটোমেটিক অন হয়ে যায়।  </p> <p><strong>অটো পাওয়ার অন-অফ সেট করুন</strong><br /> আপনার ফোনে যদি অটো পাওয়ার অন/অফ অপশন থাকে, তবে সেটি ব্যবহার করে ফোন চালু বা বন্ধ করুন। এই সেটিংস সাধারণত ‘Scheduled Power On/Off’ নামে পাওয়া যায়।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লেজার রশ্মি যেভাবে কাজ করে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1731998907-667906b9ae742461c3cb43cbc318b402.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লেজার রশ্মি যেভাবে কাজ করে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/19/1448300" target="_blank"> </a></div> </div> <p><strong>থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করুন </strong><br /> প্লে স্টোর থেকে ‘Power Button to Volume Button’ বা ‘Assistive Touch’ অ্যাপ ডাউনলোড করে ফোন চালু/বন্ধ করুন। অ্যাপটি ইনস্টল করার আগে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।  </p> <p><strong>অন্য বোতাম দিয়ে ফোন চালু করার চেষ্টা করুন</strong><br /> কিছু ফোনে ভলিউম আপ/ডাউন বোতাম ব্যবহার করে পাওয়ার অন করা সম্ভব। ফোনের মডেলের উপর নির্ভর করে এই পদ্ধতি কার্যকর হবে।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোন কেনার আগে ১০টি বিষয় মাথায় রাখুন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732016684-6632755824e8779a238acc5ba77c07c4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোন কেনার আগে ১০টি বিষয় মাথায় রাখুন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/19/1448382" target="_blank"> </a></div> </div> <p><strong>কম্পিউটারে সংযুক্ত করুন</strong><br /> যদি USB ডিবাগিং মোড চালু থাকে, তবে ADB কমান্ড ব্যবহার করে ফোন চালু করা সম্ভব। এটি করার জন্য কম্পিউটার এবং ADB সফটওয়্যার প্রয়োজন।  </p> <p><strong>আনলক অ্যাপ ব্যবহার করুন  </strong><br /> আপনার ফোনের স্ক্রিন লক/আনলকের জন্য কোনো নির্দিষ্ট অ্যাপ ইন্সটল করা থাকলে সেটি দিয়ে পাওয়ার বাটন ছাড়াই কাজ করুন।  </p> <p><strong>পাওয়ার বাটন মেরামত করুন</strong><br /> যদি আপনি ইলেকট্রনিকস বিষয়ে অভিজ্ঞ হন, বাটনের ভেতরের কন্ট্রাক্ট ক্লিন বা রিপ্লেস করার চেষ্টা করতে পারেন। তবে এটি সাবধানে করতে হবে।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আসছে ২৫ হাজার গুণ শক্তিশালী দানব প্রসেসর!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732014018-362b82938c9fc615801acc208916f76a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আসছে ২৫ হাজার গুণ শক্তিশালী দানব প্রসেসর!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/19/1448369" target="_blank"> </a></div> </div> <p><strong>সিম বা মেমরি কার্ড বের করে দেখুন</strong><br /> অনেক সময় সিম বা মেমোরি কার্ড খুলে আবার লাগানোর পর ফোন চালু হয়।  তাই এ পদ্ধতটাও প্রয়োগ করে দেখতে পারেন।</p> <p><strong>সার্ভিস সেন্টারের সহযোগিতা নিন</strong><br /> যদি সমস্যাটি হার্ডওয়্যারজনিত হয়, কিংবা দীর্ঘস্থায়ী হয়, তাহলে নিকটস্থ মোবাইল সার্ভিস সেন্টারে নিয়ে যান। অথবা কোম্পানির সার্ভিস সেন্টারের সহযোগিতাও নিতে পারেন। </p>