<p>ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনায় বসবে।</p> <p>এদিন জেরুজালেমে হাসকেল সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই আমি এর বিস্তারিত নিয়ে আলোচনা করতে চাই না।’ তিনি সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও আলোচনা প্রয়োজন। ভোটও অনুষ্ঠিত হতে পারে।</p> <p>তিনি আরো বলেন, ‘মন্ত্রিসভার সদস্যরা কিছু তথ্য জানেন এবং আজ বিকেলে আরো বিস্তারিত জানানো হবে।’</p> <p>এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রস্তাবিত খসড়া চুক্তিতে একটি ৬০ দিনের অন্তর্বর্তীকালীন সময়ের কথা উল্লেখ রয়েছে। এই চুক্তি অনুযায়ী, ইসরায়েলি স্থলবাহিনী লেবানন থেকে সরে যাবে, লেবাননের সেনাবাহিনী সীমান্তের কাছাকাছি ফের মোতায়েন করা হবে এবং হিজবুল্লাহ তাদের ভারী অস্ত্র লিটানি নদীর উত্তরে সরিয়ে নেবে।</p> <p>এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সোমবার বলেছিলেনন, আলোচনা চলছে এবং তা এখনো চূড়ান্ত হয়নি। তবে তারা এমন একটি অবস্থানে পৌঁছেছেন, যেখানে আলোচনা প্রক্রিয়া শেষ হওয়ার কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লেবাননে যুদ্ধবিরতি হলে বড় ভুল হবে, ইসরায়েলি মন্ত্রীর সতর্কবার্তা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732541746-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লেবাননে যুদ্ধবিরতি হলে বড় ভুল হবে, ইসরায়েলি মন্ত্রীর সতর্কবার্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/25/1450529" target="_blank"> </a></div> </div> <p>চুক্তি হওয়ার পর যদি লেবাননের বাহিনী হস্তক্ষেপে ব্যর্থ হয় একটি মার্কিন নেতৃত্বাধীন কমিটি চুক্তির বাস্তবায়ন তদারকি করবে, যার মধ্যে এমন বিধান থাকবে, যা ইসরায়েলকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় পদক্ষেপ নিতে অনুমতি দেবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার জাতিসংঘে লেবানিজ দূতকে জানিয়েছেন, তার দেশ যুদ্ধবিরতির পরও তার নিরাপত্তা স্বার্থ রক্ষায় ‘শূন্য সহিষ্ণুতা’ বজায় রাখবে। তেল আবিবে একটি বৈঠকে জানিন হেনিস-প্লাসকার্টকে তিনি বলেন, ‘যদি আপনি পদক্ষেপ না নেন, তবে আমরা শক্তি প্রয়োগ করে তা করব।’</p> <p>লেবাননের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধ শুরু হয়েছিল প্রায় এক বছর ধরে সীমিত আন্ত সীমান্ত সংঘর্ষের পর। হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। তার পর থেকে ইসরায়েল গাজায় যুদ্ধ করছে। পাশাপাশি হিজবুল্লাহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন জানিয়ে এই সংঘর্ষ শুরু করেছিল বলে দাবি করে।</p> <p>লেবানন দাবি করেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত তিন হাজার ৭৬৮ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই সাম্প্রতিক কয়েক সপ্তাহে প্রাণ হারিয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননের সংঘাতে ইসরায়েলের অন্তত ৮২ জন সেনা ও ৪৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।</p> <p>সূত্র : এএফপি</p>