<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে সারা দেশে রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ফ্রন্ট নামের একটি সংগঠনের নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সর্বস্তরের সুন্নি জনতা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র ব্যানারে চট্টগ্রাম নগরীর মুরাদপুর-১ নম্বর রেলগেটে অবস্থান কর্মসূচিতে কয়েক শ তাহেরী ভক্ত অবস্থান নেন। সেখানে এই হুঁশিয়ারি দেন ইসলামী ফ্রন্টের নেতারা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাহেরীর উসকানিতে পুলিশের ওপর হামলার অভিযোগে তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ১০-১৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামী ফ্রন্টের মজলিসে শুরা সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী বলেন, তাহেরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে; সেটা একটা ষড়যন্ত্রমূলক মামলা। এই মামলার কোনো ভিত্তি নেই।</span></span></span></span></span></p>