<p>আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট জানিয়েছে, মোজাম্বিকজুড়ে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে অন্তত ৩৪ জনের প্রাণহানি হয়েছে। গতকাল মঙ্গলবার তারা এই তথ্য জানিয়েছে। </p> <p>ঘূর্ণিঝড়টি প্রথম রবিবার দেশটির কাবো ডেলগাডো প্রদেশে আঘাত হানে। সেখানে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তারা আরো জানায়, নামপুলা প্রদেশে আরো তিনজন এবং নিয়াসায় আলো তিনজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ৩১৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।</p> <p>ঝড়টি প্রতি ঘন্টায় প্রায় ২৬০ কিলোমিটার (১৬০ মাইল) বেগে আছড়ে পড়ে এবং ২৪ ঘন্টায় প্রায় ২৫০ মিলিমিটার (১০ ইঞ্চি) ভারি বৃষ্টিপাত হয় বলে কেন্দ্র জানিয়েছে। ঝড়ে প্রায় ২৩ হাজার ৬০০টি বাড়িঘর এবং ১৭০টি মাছ ধরার নৌকা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া এক লাখ ৭৫ হাজার মানুষ ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। </p> <p>ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর আইএনজিডি মোজাম্বিকের পরিস্থিতিকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও সতর্ক করেছে।</p> <p>এর আগে ঘূর্ণিঝড় চিডো গত রবিবার ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োতে ধ্বংসযজ্ঞ চালানোর পর মোজাম্বিকে তাণ্ডব চালায়। মায়োতে এই ঝড়ের আঘাতে শত শত এবং সম্ভবত হাজার হাজার লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।</p> <p>সূত্র : এএফপি</p>