<p>ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীম বলেছেন, মুসলিমদের কাছ থেকে ব্রিটিশরা ভারতবর্ষকে ছিনিয়ে নিয়েছে। যার জিনিস তাকে তো ফেরত দিতে হয়। নিয়েছ আমার থেকে, ফেরত দিবে কাকে? তুমি তো অন্যায় করেছ। ভারত যদি বেয়াদবি করে তাহলে আমরা আসল দাবি তুলব। তখন দিল্লি ধরে টান দেব।</p> <p>মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন। </p> <p>মুফতি কাজী ইব্রাহীম বলেন, ভারতকে বলব, তুমি তোমাকে নিয়ে থাকো। যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি কর, তাহলে তোমারটা নিয়ে টান দেব। আমরা ডিফেন্সিভ জাতি। আক্রান্ত হলে আমরা সবাই রয়েল বেঙ্গল টাইগার। ভারতকে বলছি, মোদিকে বলছি, খামাখা আমাদের নিয়ে নাক গলিয়েন না। ড. ইউনুস আছে। তাকে দেশটা চালাতে দেন। আপনি আপনার দেশ নিয়ে ভাবেন। </p> <p>তিনি আরো বলেন, ভারতকে তো কেউ দেখতে পারে না। মালদ্বীপের মতো দেশকে তারা বন্ধু হিসেবে রাখতে পারেনি। বাংলাদেশ কখনো ভারতকে শত্রু বানায়নি। তারা বাংলাদেশ নিয়ে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। এখানে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে না। তাদেরকে ভালবাসার আবহে রাখা হয়েছে। হিন্দুরা বলছে, আমরা ভালো আছি, নিরাপদে আছি। কিন্তু ভারত বলছে, তারা সুখে নেই। </p> <p>জেলের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। কোনো অভিযোগ না পেয়েও ভুয়া মামলা দিয়েছে। যখন গ্রেপ্তার করে ডিবি অফিসে নেওয়া হয় তখন ডিবি প্রধান হারুনকে কবিতা শুনিয়েছিলাম। পরে তিনি কফি খাওয়ালেও ঠিকই মামলা দেন। সেই মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে ১৬ মাস ফাঁসির সেলে ছিলাম। আমি কখনো কোনো দলের রাজনীতি করিনি। যখন যে দাওয়াত দিয়েছে, সেখানে গিয়েছি। অন্যায়ভাবে লোহার হাতকড়া পড়ানো হয়েছে। নির্যাতন করা হয়েছে। </p> <p>অভিযোগ করে তিনি বলেন, আমরা জালিমের বিরুদ্ধে মামলা দেব। কিন্তু ভাগ্যের কী পরিহাস, আমার ডান হাত আনিসুর রহমান সোহাগকে আমাদের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাদী নিজেও তার নাম দেয়নি। অথচ রানা নামের একজন ব্যবসায়ী তাকে এ মামলায় জড়িয়ে দিয়েছে। এর আগে যখন ২০২১ সালে গ্রেপ্তার হয়েছিলাম তখন রানা বাদী হয়ে সেই মামলা করেছিল। </p>