<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতে পুলিশি বাধায় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিল্লি চলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কর্মসূচি স্থগিত হওয়ার পর এবার রেলপথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির পাঞ্জাব রাজ্যের কৃষকরা। গত মঙ্গলবার নতুন এই কর্মসূচির কথা ঘোষণা করে কৃষক নেতা সরওয়ান সিং পান্ধের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাঞ্জাবে সব কৃষককে স্বতঃস্ফূর্তভাবে রেলপথ অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষকদের বিক্ষোভকে সমর্থন করার জন্য সবার কাছে আবেদন জানিয়ে সরওয়ান সিং পান্ধের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষকের প্রতিবাদকে আরো বেশি সমর্থন করুন। পাঞ্জাবিদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের সঙ্গে সংঘর্ষে পূর্বের প্রচেষ্টাগুলো ব্যর্থ হওয়ার পর গত শনিবার তৃতীয়বারের মতো হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যবর্তী শম্ভু এলাকা থেকে দিল্লির উদ্দেশে মিছিল শুরু করেছিলেন কৃষকরা। পরে সেখানে পুলিশের সঙ্গে আন্দোলনরত কৃষকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৭ জন কৃষক আহত হন। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। পরপর তিনবার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিল্লি চলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কর্মসূচি ব্যর্থ হওয়ার পর এবার অন্য পথে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষিঋণ মওকুফ, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষক সংগঠনগুলো। গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষকরা দিল্লির কাছের পাঞ্জাব-হরিয়ানার শম্ভু ও খানাউড়ি সীমানায় অবস্থান নেন। ২৬ নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করার পর আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></p>