<p>শীতের রোদে বসে একটু মরিচ, কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে আমরা সকলেই ভালোবাসি কমবেশি। অনেকের আবার শীতের প্রিয় ফল এটি। পেয়ারায় রয়েছে প্রচুর পুষ্টি, যার কারণেই এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়।</p> <p>হাজারও পুষ্টিগুণে ভরপুর এই ফল বিভিন্ন রোগ নিরাময়েও সাহায্য করে। তবে এই পেয়ারা কিন্তু সবার জন্য উপকারী নয়। এই সুস্বাদু ফলটি অনেক মানুষের জন্য বিপজ্জনকও প্রমাণ হতে পারে।</p> <p>চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার ক্ষেত্রে পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত। মনে রাখবেন, পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই পেয়ারা অতিরিক্ত খেলে পেটের যেমন উপকার হয়, অন্যদিকে শরীরে পানিশূন্যতাও দেখা দিতে পারে। চলুন জেনে নিই কাদের পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত।</p> <p><strong>একজিমা রোগী</strong></p> <p>পেয়ারায় কিছু রাসায়নিক উপাদান রয়েছে, যা কিছু মানুষের ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। যাদের একজিমার মতো ত্বক সম্পর্কিত কোনো সমস্যা আছে তারা পেয়ারা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না।</p> <p><strong>সর্দি-কাশির রোগী</strong></p> <p>পেয়ারার একটি শীতল প্রভাব রয়েছে। ফলে এই সুস্বাদু ফল ঠাণ্ডা ও কাশির মতো সমস্যাগুলো বাড়িয়ে তুলতে পারে। চিকিৎসকদের মতে, আগে থেকেই সর্দি-কাশি থাকলে পেয়ারা খাওয়া এড়িয়ে চলুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দূষিত বায়ুতে নিঃশ্বাসে যত ক্ষতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734329172-b36902a57babf110205fba2eaae926f3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দূষিত বায়ুতে নিঃশ্বাসে যত ক্ষতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/16/1458027" target="_blank"> </a></div> </div> <p><strong>ডায়াবেটিক রোগী</strong></p> <p>পেয়ারায় রয়েছে প্রাকৃতিক চিনি, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের অতিরিক্ত পেয়ারা খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।</p> <p><strong>গর্ভবতী ও স্তন্যদানকারী নারী</strong></p> <p>গর্ভাবস্থায় শরীরে অনেক পরিবর্তন ঘটে এবং এই সময়ে কিছু খাবার এড়িয়ে চলা উচিত। পেয়ারাও তার মধ্যে অন্যতম। পেয়ারা খাওয়ার ফলে গর্ভবতী নারীদের পেটে ব্যথা, বমি এবং অন্যান্য সমস্যা হতে পারে। এ ছাড়া বুকের দুধ খাওয়ানো মায়েদেরও পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত। কারণ এটি শিশুর ক্ষতি করতে পারে। তাই সাবধানতা অবলম্বন করা জরুরি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘুম থেকে উঠেই কফি খেলে হতে পারে যে ক্ষতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734327296-e113bc2c3ce73a93bd890a81a142fd0e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘুম থেকে উঠেই কফি খেলে হতে পারে যে ক্ষতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/16/1458019" target="_blank"> </a></div> </div> <p><strong>পেটের সমস্যা রয়েছে যাদের</strong></p> <p>পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে যাদের আগে থেকেই কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা গ্যাসের মতো পেটের সমস্যা রয়েছে, তাদের জন্য পেয়ারা খাওয়া ক্ষতিকর হতে পারে। পেয়ারা খেলে এসব সমস্যা বাড়তে পারে।</p> <p>সূত্র : বোল্ডস্কাই</p>