<p>দক্ষিণ-পূর্ব এশিয়া, জাপান, ভারত ও বাংলাদেশের কিছু অংশে একটি প্রধান খাদ্য হলো চালের আটা। এই আটা সাদা ও বাদামি উভয় চাল দিয়েই হয়। এই আটার আলাদা কিছু পুষ্টিগুণ রয়েছে। আমরা তো আটা বা ময়দার রুটি অনেক খাই। অনেকে আবার চালের আটার রুটিও খান। কিন্তু এর পুষ্টিগুণ খুব একটা জানেন না। আজকের প্রতিবেদনে জানাব চালের আটার পুষ্টিগুণ। চলুন জেনে নেওয়া যাক।</p> <p><strong>চালের আটার গুণাগুণ</strong></p> <ul> <li>অনেকের গমের আটাতে সমস্যা হয়। গমের আটাতে গ্লুটেন থাকে বলেই মূলত এই সমস্যা হয়। তবে চালের আটায় এই সমস্যা নেই।</li> <li>এই আটায় রয়েছে ভালো পরিমাণে ইনসলিউবল ফাইবার। এর ফলে হমজতন্ত্র ভালো থাকে। এমনকি হজমের বহু সমস্যা মিটে যায়।</li> <li>এতে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন ডি। এই ভিটামিন ডি আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পাকে।</li> <li>১০০ গ্রাম চালের আটায় রয়েছে ৯.২ এম.জি কোলিন। এই কোলিন রক্তনালীতে কোলেস্টেরল ও ফ্যাট তৈরিতে বাধা দেয়। এমনকি লিভারকে সুস্থ রাখতেও পারে এই আটা।</li> <li>এই আটাতে রয়েছে ভালো পরিমাণে জিঙ্ক। এই এই জিঙ্ক আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে পারে।</li> <li>এটি ত্বকের জন্যও খুব ভালো। তাই চাইলে ত্বকের নানা সমস্যায় এই আটা বাহ্যিকভাবে ব্যবহার করা যেতে পারে।</li> <li>এ ছাড়া অনেকে ফেসপ্যাক হিসেবেও এই আটা ব্যবহার করেন। এর মাধ্যমে ত্বকের ঔজ্জ্বল্য ফেরে। ত্বকও মোলায়েম হয়।</li> </ul> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাড়িতে হিটার ব্যবহার করেন? যে কারণে সাবধান হবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/10/1733824929-d47f4f08b2f7a43aa8028269d38f88b6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাড়িতে হিটার ব্যবহার করেন? যে কারণে সাবধান হবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/10/1455947" target="_blank"> </a></div> </div> <p><strong>চালের আটার রুটি কীভাবে তৈরি করবেন</strong></p> <p>আটা অথবা ময়দার রুটি তো অনেক খেয়েছেন। কিন্তু চালের রুটি খেয়েছেন কি। সবাই কিন্তু এই রুটি ঠিকভাবে তৈরি করতে পারেন না। এই রুটি তৈরির সময় অনেকের বেশি নরম হয়ে যায় তো কারো আবার অনেক শক্ত হয়ে যায়। সে জন্য সঠিকভাবে চালের আটার রুটি তৈরির জন্য জানা থাকা চাই সঠিক রেসিপি।</p> <p>এই রুটি তৈরির জন্য লাগবে চালের গুঁড়ো ৩ কাপ, লবণ ও পানি। এই উপকরণগুলো সংগ্রহ করার পর সঠিক উপায়ে তৈরি করতে হবে এই রুটি।</p> <p>প্রথমে পানি গরম করতে হবে। পানি ফুটতে শুরু করলে তাতে সামান্য লবণ দিতে হবে। এরপর তাতে দিতে হবে চালের গুঁড়া। এরপর ৫ মিনিট মৃদু আঁচে জ্বাল দিতে হবে।</p> <p>চালের গুঁড়ো সিদ্ধর পর সেটি নামিয়ে ঠাণ্ডা করতে হবে। কিছুটা গরম অবস্থায় ভালোভাবে মেখে মন্ড তৈরি করতে হবে। এরপর রুটি তৈরির জন্য লম্বা করে লেচি তৈরি করতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বায়ুদূষণ ও শব্দদূষণের ফলে বৃদ্ধি পাচ্ছে বন্ধ্যাত্ব : গবেষণা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733301635-de087a89a91837e4bcbc2ac24ab313ba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বায়ুদূষণ ও শব্দদূষণের ফলে বৃদ্ধি পাচ্ছে বন্ধ্যাত্ব : গবেষণা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/04/1453755" target="_blank"> </a></div> </div> <p>এরপর সেই লেচি থেকে ছোট ছোট টুকরো নিয়ে গোল বল বানিয়ে বেলতে হবে। সবগুলো বেলা হয়ে গেলে সেগুলো গরম তাওয়ায় সেঁকে নিলেই তৈরি হবে চালের আটার রুটি।</p>