<p>মানুষের হাত-পায়ে সাধারণত পাঁচটি আঙুল থাকে। কিন্তু কারও কারও ক্ষেত্রে ছয়টি আঙুল দেখা যায়। এ অবস্থা পলিড্যাকটিলি (Polydactyly) নামে পরিচিত। এটা অহরহ দেখা যায় না। আবার এটা একেবারে বিরলও নয়। প্রতি এক হাজার মানুষের মধ্যে গড়ে এক বা দুই জনের এই সমস্যা হতে পারে। </p> <p>পলিড্যাকটিলি আক্রান্ত ব্যক্তির বাড়তি আঙুলটি সাধারণত খুব ছোট হতে পারে, আবার স্বাভাবিক আকারেরও হতে পারে। এটা আবার একাধিক জায়গায় হতে পারে, যেমন—বুড়ো আঙুলের পাশে, 2. কড়ে আঙুলের পাশে, মাঝের আঙুলের পাশে।</p> <p>কেন হয় পলিড্যাকটিলি?</p> <p><strong>জেনেটিক কারণ</strong><br /> পলিড্যাকটিলি সাধারণত জিনগত (জেনেটিক) কারণে হয়। মায়ের গর্ভে ভ্রূণ (গর্ভে শিশুর) গঠনের সময় এমন কিছু জেনেটিক মিউটেশন ঘটে, যেগুলো বাড়তি আঙুল তৈরি করে।</p> <p><strong>বংশগত প্রভাব</strong><br /> এটা অনেক সময় বংশগত রোগ হিসেবে দেখা দেয়। একে অটোসোমাল ডমিন্যান্ট বৈশিষ্ট্য বলা হয়। অর্থাৎ যদি বাবা বা মায়ের কোনো এক জনের পলিড্যাকটিলি থাকে, তাহলে সন্তানেও এটি হতে পারে।</p> <p><strong>ভ্রূণ বিকাশের ত্রুটি</strong><br /> গর্ভাবস্থায় শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ তৈরির সময় কিছু ত্রুটির কারণে অতিরিক্ত আঙুল তৈরি হতে পারে। এটি একধরনের বিকাশজনিত সমস্যা।</p> <p><strong>অন্যান্য রোগের সঙ্গে সম্পর্ক</strong><br /> পলিড্যাকটিলি কখনো কখনো বিভিন্ন জটিল রোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। যেমন—এলিস ভ্যান ক্রেভেল্ড সিন্ড্রোম, লরেন্স-মুন সিন্ড্রোম ইত্যাদি।</p> <p><strong>বাড়তি আঙুল কি ক্ষতিকর?</strong><br /> বাড়তি আঙুল সাধারণত ক্ষতিকর নয়। অনেক ক্ষেত্রে এটা শুধু শারীরিক সৌন্দর্যে প্রভাব ফেলে। তবে যদি আঙুলটি স্বাভাবিকভাবে কাজ না করে বা হাত-পায়ের নড়াচড়ায় বাধা সৃষ্টি করে, তাহলে সমস্যা তৈরি করতে পারে।</p> <p><strong>চিকিৎসা</strong><br /> পলিড্যাকটিলি চিকিৎসা করা সম্ভব। এটি সাধারণত সার্জারির মাধ্যমে দূর করা হয়। তবে চিকিৎসা প্রয়োজন কি না, তা নির্ভর করে আঙুলের অবস্থান, আকার এবং কার্যক্ষমতার ওপর।<br /> সাধারণ পলিড্যাকটিলি অর্থাৎ ছোট বা কার্যহীন আঙুল অপসারণ করা যায়। জটিল পলিড্যাকটিলি অর্থাৎ যদি বাড়তি আঙুলের সঙ্গে হাড় বা জয়েন্ট থাকে, তবে আরও জটিল সার্জারির দরকার হয়।</p>