<p>গোপালগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫৬৩ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মনিরুজ্জামান, কাশিয়ানী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।</p> <p>গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন।</p> <p>পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ‘অবৈধ পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ আইনে ওই বাজারের মুদি ব্যাবসায়ী জীবন সাহা ও অপূর্ব সাহাকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যবাধকতা আইনে মুদি ব্যবসায়ী মঙ্গল বিশ্বাসকে যথাক্রমে ৫ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মুরাদ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার জব্দকৃত অবৈধ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’</p>