<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলকে ব্যবহার ও দলের ক্ষতি না করতে পারে। ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আগামী নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠিন হবে জানিয়ে দলের নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, সব ক্ষেত্রে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও পেট, লেজ ও প্রেতাত্মা রয়ে গেছে। তারা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকার অনুষ্ঠানটি হয় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। গাজীপুর নগরীর সাগর সৈকত কনভেনশন হল মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তারেক রহমান বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সারা দেশে বিএনপির জনসমর্থন রয়েছে। এটা অনেকে হিংসা করছে। অতীতেও এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। ১৫ বছর আপনারা অনেক মিথ্যা মামলা, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। অনেকে হাতকড়া হাতে নিয়ে স্বজনদের জানাজা পড়েছেন, জেলখানা ও হাসপাতালে মারা গেছেন। তার পরও আপনারা ঐক্যবদ্ধ ছিলেন। এখন ৩১ তফা নিয়ে প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে যেতে হবে। ঐক্য ধরে রাখতে হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি আরো বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাষ্ট্র সংস্কার কিভাবে হওয়া উচিত তার প্রতিফলন ৩১ দফা। বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছে। মানুষ বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে। কারণ বিএনপি মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, আমার। জনগণ ভোট দিলে আমরা ক্ষমতায় যাব। নিশি রাতের ভোটে বা অনিয়মের মাধ্যমে নয়।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p>