<p>প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বি চলাকালীন সিটির এক সমর্থকের মৃত্যু হয়েছে।  </p> <p>সোমবার ম্যানচেস্টার সিটি ক্লাব জানায়, রবিবার ইতিহাদ স্টেডিয়ামে ‘চিকিৎসারত অবস্থায়’ ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে ক্লাবের পক্ষ্য থেকে ঘটনার বিস্তারিত কিছু জানানো হয়নি।  </p> <p>এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, এই কঠিন সময়ে ক্লাবটি ওই সমর্থকের পরিবার এবং বন্ধুদের পাশে রয়েছে। তাদের প্রতি সমবেদনাও জানায়। </p> <p>প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভেনিং নিউজ জানিয়েছে, ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে স্টেডিয়ামের এক প্রবেশপথের কাছে দুর্ঘটনাটি ঘটে।  </p> <p>উল্লেখ্য, ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ হারায় সিটিকে।  </p>