<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে হেমেশ চন্দ্র মণ্ডল (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে পাইকগাছা উপজেলার বাতিখালি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে। হেমেশ চন্দ্র মণ্ডল পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন। তিনি উপজেলার গড়ইখালীর হোগলারচক গ্রামের প্রভাষ মণ্ডলের ছেলে। প্রতিবেশী ও স্বজনরা জানান, রবিবার রাতে হেমেশ চন্দ্র মণ্ডলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে তিনি পালানোর জন্য ছাদ থেকে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে যান। তাঁকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পাইকগাছা থানার ওসি মো. সবদেল হোসেন জানান, হেমেশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তিনি ছাদ থেকে বাথরুমের পাইপ বেয়ে নামার সময় পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন। খুলনায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।</span></span></span></span></p>