<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাতক্ষীরা শ্যামনগরে মৃত্যুর চার মাস পর মায়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> খাতুন নামের এক নারীর লাশ কবর  থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুনের উপস্থিতিতে<br /> কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জিয়াউর রহমান এবং শ্যামনগর ওসি মো. হুমায়ন কবির মোল্লা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ আগস্ট মায়া খাতুন বিষপানে আত্মহত্যা করেন এবং উভয় পরিবারের সম্মতিতে মরদেহ তদন্ত ছাড়াই পারিবারিকভাবে দাফন করা হয়। কিন্তু পরবর্তী সময়ে বিষয়টি রহস্যজনক মনে হলে রহস্য উদঘাটনের জন্য আদালত কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ প্রদান করেন।</span></span></span></span></span></p>