<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে আটটি ঘর পুড়ে গেছে। তালাবদ্ধ ঘরে ধোঁয়ায় আটকে মিরাজ (১০) নামের একটি শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন মইদাম গ্রামের মো. খোরশেদ মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে দত্তপাড়ার আচারপট্টি রোড এলাকার ওই ভাড়া বাসায় থাকত সে। জানা গেছে, মিরাজের মা-বাবা দুই দিন আগে গ্রামের বাড়িতে যান। মিরাজকে ঘরে তালাবদ্ধ করে অন্যত্র গিয়েছিলেন তার দাদি। রাত ৯টার দিকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ওই ঘরসহ আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আটটি ঘর পুড়ে যায় আর তালাবদ্ধ ঘরে ধোঁয়ায় আটকে মারা যায় মিরাজ। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহিন আলম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই শিশুটির মৃত্যু হয় এবং আটটি ঘর পুড়ে যায়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টঙ্গী পূর্ব থানার এসআই আব্দুল্লাহ আল রুম্মান জানান, আগুনে মিরাজ নামের একটি শিশু মারা গেছে।</span></span></span></span></span></p>