<p>জীবনের ৪৫টি বসন্ত পেরিয়ে আজ ৪৬ বছরে পা দিলেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ঢালিউড নায়িকা হিসেবে এখনো বিবেচনা করা হয় শাবনূরকে। নানামাত্রিক চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়ে শাবনূর যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন, এতে তাকে আদর্শ হিসেবে মানেন এই প্রজন্মের অনেক নায়িকা। বাংলা চলচ্চিত্রের বহু প্রতিভাধর এই চিত্রনায়িকার জন্মদিন আজ। </p> <p>জন্মদিনের বিশেষ মুহূর্তে দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে জীবনের চরাই-উতরাই ও নানা রকম অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন শাবনূর। সেখানেই কথা বলেছেন বিয়ে ও সংসার নিয়ে। ২০২০ সালে বিচ্ছেদ হয় স্বামী অনিক মাহমুদের সঙ্গে। এরপর আর কারো সঙ্গে নাম জড়ায়নি অভিনেত্রীর। ভবিষ্যতে বিয়ে করবেন কি না, সেই প্রশ্নের জবাবে শাবনূরের স্পষ্ট উত্তর- নতুন করে আর সংসার পাততে চান না তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজয় দিবসে বিয়ে করলেন চিত্রনায়িকা শশী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734418246-06290ce228f520cd2af1115965f514fe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজয় দিবসে বিয়ে করলেন চিত্রনায়িকা শশী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/17/1458381" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নানা টানাপড়েনে অতিষ্ঠ ছিল আমার জীবন : শাবনূর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734412827-6755e7fa71a1cb04a5fa0394b946d6ae.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নানা টানাপড়েনে অতিষ্ঠ ছিল আমার জীবন : শাবনূর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/17/1458366" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>শাবনূর বলেন, ‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যেকোনো নারীর জন্য ভয়ংকর অভিজ্ঞতা। এ কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে আমার। অনেকে মনে করেন, একবার কারো প্রতারণার শিকার হলে আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস বা বিয়ে করা যায় না। এটি ভুল ধারণা। ভালোমন্দ পৃথিবীর সব কিছুতেই আছে। তাই বলে ভালো মানুষ যে আর পাওয়া যাবে না, তা কিন্তু নয়।’ </p> <p>বিয়ে করার ইচ্ছা নেই জানিয়ে শাবনূর বলেন, ‘আমার আর বিয়ের ইচ্ছা না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠা করা। সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। সবার দোয়া চাই আমার ও আমার সন্তান আইজানের জন্য। ওকে যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, আমরা দুজনই যেন প্রকৃত সুখী হয়ে জীবনের শেষ দিনগুলো মহাসুখে কাটাতে পারি।’</p> <p>২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয়। ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর পর থেকেই ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। বিয়ের পর ভাই ও বোনদের মতো শাবনূরও স্বামী অনিকের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেন।</p> <p>২০১৩ সালের ২৯ ডিসেম্বর শাবনূর-অনিক জুটির ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান পুত্র আইজান নিহান। ২০২০ সালের ২৬ জানুয়ারি অনিক মাহমুদের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায়ই বসবাস করছেন বাংলা চলচ্চিত্রের একসময়ের সুপারহিট এই নায়িকা।</p>