নির্বাচনে আ. লীগের থাকা না থাকা প্রশ্নে যা বললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
নির্বাচনে আ. লীগের থাকা না থাকা প্রশ্নে যা বললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : কালের কণ্ঠ

নির্বাচন বিষয়ে আরো স্পষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকা নিয়েও কথা বলেছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির এই নেত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময় সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে, এটা ভালো খবর। কিন্তু সরকারকে আরো স্পষ্ট করতে হবে যে, তারা কী ধরনের সংস্কার করতে চায়।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যারা সক্রিয়, তারা চায় না আওয়ামী লীগ নির্বাচনে আসুক। যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে বা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয়, তাহলে তো সেই আগের মতোই কথা উঠবে। আমাদের তো দীর্ঘদিন পরের কথা ভাবতে হবে। তখন এ নিয়ে প্রশ্ন উঠে কি না, সেটা নিয়ে ভাবতে হবে।

আরেকটি কথা হলো, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, তাহলে রক্তপাতের পরিবেশ সৃষ্টি হয় কি না, সেটাও বুঝতে হবে। এসব প্রশ্ন অনেকের মনেই এখন ঘুরপাক খাচ্ছে। বিষয়গুলো নিয়ে আমাদের আরো ভাবতে হবে।’

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রুমিন ফারহানা।

জয়ী হলে নিজ এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং বেকারত্ব রোধে কর্মসংস্থানের সৃষ্টি করবেন বলে তিনি জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা সারা দেশে মামলা বাণিজ্য হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘টাকা দিলে মামলা থেকে নাম বাদ আর টাকা না দিলে মামলায় নাম না দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। আবার কারো সঙ্গে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থাকলে সে ক্ষেত্রে মামলায় নাম দিয়ে দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সাংবাদিকরা এসব বিষয়ে লেখালেখি করলে ভালো হয়।

রুমিন ফারহানা আরো বলেন, ‘বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। ব্যবসায় বিনিয়োগ কম। দেশে একটা স্থিতিশীল পরিবেশ দরকার। যেটা নির্বাচিত সরকার ছাড়া কেউ সমাধান করতে পারবে না। বিদেশিরা বিনিয়োগ করতে চাইবে না।’

মন্তব্য

সম্পর্কিত খবর

আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টা মামলায় পটিয়ায় আ. লীগ নেতা কারাগারে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টা মামলায় পটিয়ায় আ. লীগ নেতা কারাগারে
রঞ্জিত কুমার চৌধুরী

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার চৌধুরী (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ দল। তিনি হাইদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এ এলাকার মৃত অরুণাংশু চৌধুরীর ছেলে এবং ওয়াড আওয়ামী লীগের সভাপতি।

তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা গুলিবর্ষণের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার চৌধুরীর বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণের অভিযোগ রয়েছে। তিনি হাইদগাঁও এলাকার সাইফুল ইসলাম ওরফে বালু সাইফুর সহযোগী। এ ছাড়াও তিনি একাধিক মামলার আসামি।

তাকে আজ বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকার মৃত্যু, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকার মৃত্যু, মহাসড়ক অবরোধ
সংগৃহীত ছবি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহতের জেরে ঢাকা-ময়মননিংহ মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলরত যাত্রীরা।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শহীদ বৃত্তি ক্যাডেট একাডেমির শিক্ষিকা লিজা চৌধুরী হিমা (২৮) সড়ক পার হওয়ার সময় ভোগড়ার কলম্বিয়া এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার জেরে আজ বুধবার দুপুরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওই বাস চালকের বিচার, সড়কে জেব্রা ক্রসিং, স্পিড ব্রেকার নির্মাণ এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মিছিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে তারা বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে।

এতে ওই মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

আরো পড়ুন
স্বামী কিস্তি পরিশোধ না করায় ২ শিশুসন্তানসহ স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ

স্বামী কিস্তি পরিশোধ না করায় ২ শিশুসন্তানসহ স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ

 

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহতের ঘটনায় বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা ধরে অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনীর সহায়তায় শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বিকাল ৫টার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’

মন্তব্য

মামলায় হেরে কলেজ শিক্ষকের বসতবাড়িতে বোমা মারার হুমকি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
মামলায় হেরে কলেজ শিক্ষকের বসতবাড়িতে বোমা মারার হুমকি

বগুড়ার শেরপুরে জমিসংক্রান্ত মামলায় পরাজিত হয়ে কলেজ শিক্ষকের বসতবাড়িতে বোমা হামলার হুমকি দিয়েছে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা। এই ঘটনার পর শিক্ষক পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে শেরপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক ইব্রাহীম খলিলুল্লাহ এই অভিযোগ করেন। তিনি শেরপুর উপজেলার ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের শিক্ষক এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজীপুরপাড়ার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, তার স্ত্রী মঞ্জুয়ারা পারভীন ২০১৮ সালে হাজীপুর মৌজায় তিন শতক জমি ক্রয় করেন। জমির দলিলের বিবরণ অনুযায়ী, জেএল নম্বর ১২২, সাবেক এমআর খতিয়ান নম্বর ১৪, দাগ নম্বর ২০৫/৩৫২ এবং ডিপি নম্বর ৮০। দলিল নম্বর ছিল ৪১৬৯।

তিনি জানান, কম দামে জমি কেনার ষড়যন্ত্রে প্রতিপক্ষ আখতারুজ্জামান পল্টু ও তার স্ত্রী রোজিনা খাতুন আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘদিন মামলাটি চলার পর ২০১৮ সালে আদালত মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে তারা আপিল করলেও গত ১২ সেপ্টেম্বর সেই আপিলও খারিজ হয়। মামলায় পরাজিত হওয়ার পর থেকে আখতারুজ্জামান পল্টু ও তার স্ত্রী আরো বেপরোয়া হয়ে ওঠেন।

শিক্ষক ইব্রাহীম খলিলুল্লাহ অভিযোগ করেন, প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত ৬ ডিসেম্বর প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাদের বসতবাড়িতে হামলা চালায়। বসতবাড়ির প্রাচীর ভেঙে দখলের চেষ্টা করা হয়। এমনকি তাদের বসতবাড়িতে বোমা মেরে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, বাড়িতে মাদকসহ অবৈধ মালামাল রেখে তাকে ফাঁসানোর চক্রান্তও চলছে। এই পরিস্থিতিতে তিনি নিজে ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত আখতারুজ্জামান পল্টুর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মন্তব্য

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের ‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের ‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ফাইল ছবি

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত ‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বাইপাস সড়কের আবরার পার্টি হাউসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মেসার্স সিনান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বসুন্ধরা গ্রুপের (সিমেন্ট সেক্টর) চিফ সেলস অফিসার শাহজামাল সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের (সাউথ বেঙ্গল ডিভিশন) ডিজিএম শাহাদাত হোসেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ডেপুটি ম্যানেজার মো. হাফিজুল ইসলাম, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল সাপোর্ট (সিমেন্ট সেক্টর) মো. কাউসার হোসেন, বসুন্ধরা গ্রুপের এরিয়া ম্যানেজার পিরোজপুর (সিমেন্ট সেক্টর) শ্যামল বেপারী, পিরোজপুরের টেরিটরি সেলফ এক্সিকিউটিভ মো. জালাল খান, হোম কেয়ার ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী জামাল রাসেল প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, বসুন্ধরা সিমেন্ট তার স্বতন্ত্র মানের কারণে সর্বস্তরে আস্থা অর্জন করেছে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতু অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপনগর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, পদ্মা রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এই সিমেন্ট ব্যবহৃত হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ