<p>গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহতের জেরে ঢাকা-ময়মননিংহ মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলরত যাত্রীরা। </p> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শহীদ বৃত্তি ক্যাডেট একাডেমির শিক্ষিকা লিজা চৌধুরী হিমা (২৮) সড়ক পার হওয়ার সময় ভোগড়ার কলম্বিয়া এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার জেরে আজ বুধবার দুপুরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওই বাস চালকের বিচার, সড়কে জেব্রা ক্রসিং, স্পিড ব্রেকার নির্মাণ এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মিছিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে তারা বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্বামী কিস্তি পরিশোধ না করায় ২ শিশুসন্তানসহ স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734526627-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্বামী কিস্তি পরিশোধ না করায় ২ শিশুসন্তানসহ স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/18/1458852" target="_blank"> </a></div> </div> <p>বাসন থানার ওসি রাহেদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহতের ঘটনায় বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা ধরে অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনীর সহায়তায় শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বিকাল ৫টার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’</p>