<p>মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।</p> <p>নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যব পাড়ার মৃত খোকন আলীর মেয়ে। তিনি ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।</p> <p>জানা যায়, মেহেরপুর থেকে গাংনী যাওয়ার পথে গাড়াডোব নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হন ৪ জন। রোমানা আক্তারকে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।</p> <p>মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিক্যাল অফিসার তারিক আহমেদ জানান, গুরুতর আঘাতের ফলে রোগীর মৃত্যু হতে পারে।</p> <p>পরিবার সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশে চাচাতো ভাই বাবুকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিলেন রোমানা আক্তার।</p> <p>অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>