<p>নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। তার নাম আফজাল হাসান হৃদয় (২৮)। তিনি উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।</p> <p>নিহতের পারিবার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আজ বুধবার সকালে আবারও বিবাদ দেখা দেয়। এক পর্যায়ে আফজালের বড় ভাই মেহেদী হাসান ইকবাল (৪০) তাকে ধারালো ছুরি দিয়ে বুকে, মাথাসহ কপালে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734518325-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/18/1458803" target="_blank"> </a></div> </div> <p>নিহত আফজালের স্ত্রী রুপা আক্তার জানান, তার স্বামী ও স্বামীর বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমিজমা ভাগ-বাটোয়ারা করা হয়েছে। কিন্তু বড় ভাই এতে অসন্তুষ্ট ছিলেন। এ নিয়ে বড় ভাই তার স্বামীর প্রতি ক্ষিপ্ত ছিলেন।</p> <p>তিনি বলেন, ‘আজ বুধবার সকালে আমার স্বামী ঘর থেকে বের হতেই তার বড় ভাই তাকে কুপিয়ে খুন করেন। আমাদের ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। তাদের নিয়ে আমি এখন কিভাবে বাঁচব? আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734513306-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/18/1458781" target="_blank"> </a></div> </div> <p>পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’</p>