<p>অনেক দিন ধরেই ভানুকা রাজাপক্ষের ব্যাট হাসে না। ব্যাট না হাসলেও তার মুখে হাসি এনে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বাঁহাতি ব্যাটারকে তেমনি আরেকবার হাসার সুযোগ দিচ্ছে এসএলসি।</p> <p>নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কোনো ইনিংসেই বড় স্কোর করতে পারেননি রাজাপক্ষে। ৪ রানের বিপরীতে খেলেছেন ১৫ রানের ইনিংস। এর আগের চার ইনিংসে কখনো ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি তিনি। তবুও কিউই সফরে দলের সঙ্গে যাচ্ছেন বাঁহাতি ব্যাটার।</p> <p>রাজাপক্ষে টিকে গেলেও বাদ পড়েছেন দুনিথ ভেল্লালাগে। বাঁহাতি স্পিনারের পারফরম্যান্স অবশ্য বাদ পড়ার মতো ছিল না। প্রথম টি-টোয়েন্টি ব্যাট হাতে ১১ রানের বিপরীতে ৩ উইকেটও নেন। তবে পেস সহায়ক কন্ডিশনের কারণে তাকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা।</p> <p>নিউজিল্যান্ডের বিপক্ষে দেওয়া শ্রীলঙ্কার ১৬ সদস্যের দলটা অবশ্য সর্বশেষ খেলা স্কোয়াড থেকে নেওয়া। গত নভেম্বর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে খেলা ১৭ জনের স্কোয়াড থেকে শুধু বাদ পড়েছেন ভেল্লালাগেই। আর বাকি সব ক্রিকেটাররাই কিউই সফরে যাচ্ছেন। তিন ম্যাচ সিরিজের নেতৃত্বে থাকবেন যথারীতি চরিত আসালাঙ্কাই। প্রথম দুই ম্যাচ ২৮ ও ৩০ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে। আর শেষটি ২ জানুয়ারি নেলসনে।</p> <p><strong>নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল-</strong></p> <p>চরিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, ভানুকা রাজাপক্ষে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু বিক্রামাসিংহে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, আসিতা ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দো।</p>