<p>দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ ৪১ হাজার ২৮০ টাকা।</p> <p>আজ বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিশ্চিতভাবে ব্যবসায়ীরা শক্তিশালী : অর্থ উপদেষ্টা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734534795-49c140f4ea25640ec6a42d294ef333d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিশ্চিতভাবে ব্যবসায়ীরা শক্তিশালী : অর্থ উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/18/1458889" target="_blank"> </a></div> </div> <p>সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড থেকে এই এলএনজি আনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।</p> <p>বৈঠকে সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে (৫-৬ জানুয়ারি ২০২৫ সময়ে) এলএনজি আমদানির প্রত্যাশা করা হচ্ছে। টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেটের এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৬৫৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ২৮০ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৩.৮৭ মার্কিন ডলার। আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে (আগামী বছরের ৯-১০ জানুয়ারি সময়ে) টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড ৬৭২ কোটি ২৩ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৪.২৫ মার্কিন ডলার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারত থেকে চাল কিনবে সরকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734534778-5578fd9a3f2e9272c6a41f0e3a254f6e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারত থেকে চাল কিনবে সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/18/1458890" target="_blank"> </a></div> </div> <p>এদিকে কাতার, সৌদি আরব এবং দেশীয় এক প্রতিষ্ঠান থেকে ৯০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৬৪ কোটি ৫০ লাখ ৬ হাজার টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় চুক্তির আওতায় কাতার ও সৌদি আরব থেকে ৩০ হাজার টন করে ইউরিয়া আমদানি করা হবে। আর স্থানীয় প্রতিষ্ঠানটি থেকেও ৩০ হাজার টন সার নেওয়া হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টিসিবির জন্য ২৮৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734535729-9efcbf6c8c0e4c84cbe6803adf2499a1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টিসিবির জন্য ২৮৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/18/1458891" target="_blank"> </a></div> </div> <p>কাতারের কাতার এনার্জি মার্কেটিং, সৌদি আরবের সাবিক অ্যাগ্রো-নিউট্রিয়েন্টস কম্পানি এবং স্থানীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (কাফকো) থেকে এই সার কেনার অনুমোদন দিয়েছে কমিটি।</p>