<p>ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা এলাকায় সড়কের পাশে পতিত জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। </p> <p>স্থানীয়রা জানান, সকালে জমিতে কাজে যাওয়ার সময় লাশটি পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে লাশটি চিনতে পারেনি কেউ। মৃত তরুণীর গায়ে কালো রংয়ের একটি বোরকা, লাল রংয়ের পাইজামা ও পেস্ট কালারের একটি জামা পরা রয়েছে।</p> <p>সালথা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই তরুণীর লাশটি দেখা যায়। তরুণীর গলায় কারেন্টের তার পেঁচানো। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। দুপুরে পিবিআই ও সিআইডি পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি বলেন, নিহতের পরিবারকে আমরা খুঁজছি।</p>