<p>স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন স্ত্রী। স্বামী ও দুই সন্তান সুস্থ আছেন। নিহতের নাম মাসুমা খাতুন (২৮)। তিনি বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।</p> <p>আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734518325-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/18/1458803" target="_blank"> </a></div> </div> <p>জানা যায়, আজ বুধবার সকালে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়ি থেকে নগরীর টেক্সটাইল এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যেতে রওনা দেন মিজানুর রহমান। এ সময় এক বছরের এক মেয়েকে মায়ের কোলে এবং সাড়ে ৩ বছরের ছেলেকে মোটরসাইকেলের সামনে বসান। একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ব্রেক কষেন তিনি। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ার সময় সন্তানকে রক্ষা করতে পাশের রাস্তায় ছুড়ে ফেলেন মাসুমা। এ সময় পেছনের দিক থেকে আসা গ্যাস সিলিন্ডিার বোঝাই করা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুসন্তানকে রাস্তার পাশে ফেলে কৌশলে বাঁচিয়ে তিনি মারা গেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষানবিস আইনজীবীর মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734513306-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/18/1458781" target="_blank"> </a></div> </div> <p>মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, ‘ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানুর রহমান ও তার দুই সন্তান সুস্থ আছেন। তবে কন্যাসন্তান ছিটকে পড়ে হাতে-পায়ে আঘাত পেয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।’</p>