<p>রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p>বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি জানান, বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।</p> <p>এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাকিবুল হাসান। তিনি জানান, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত নিয়ে বলা যাচ্ছে না। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।</p> <p>এর আগে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বাহিনীর সাতটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িগুলোর বস্তিতে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল বলে জানা গেছে।</p>