<p>বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ।  দ্বিতীয় ম্যোচে জিতে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। লিটন দাসের দল জিতেছে ২৭ রানের ব্যবধানে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="একনজরে ফিফা বর্ষসেরা পুরস্কার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734461316-9d87c5eae978aa68433098cea11795bf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>একনজরে ফিফা বর্ষসেরা পুরস্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/18/1458624" target="_blank"> </a></div> </div> <p>নিজের ব্যাটে রান না পেলেও সিরিজ জয়ে দারুন খুশি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। প্রথম ম্যাচে জিতে সিরিজ জয়ের আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি। পেয়েও গেলেন। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত, শুধু আমি না, একইসাথে আনন্দিত সব বাংলাদেশি মানুষও। আমরা এমন একটি জয়ের অপেক্ষায় ছিলাম।’</p> <p>১৭ বলে ৩৫ রানের দারুণ ইনিংস খেলা ম্যাচসেরা শামিমের প্রশংসা করে লিটন বলেন, ‘প্রথম বল খেলেই আমি বুঝতে পারছিলাম এই উইকেটে ব্যাট করা খুবই কঠিন। শামীমকে ধন্যবাদ, সে সত্যিই দারুণ ব্যাটিং করেছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734495108-2759f9fc50bb631a55b6879fc87691b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/18/1458704" target="_blank"> </a></div> </div> <p>ছোট পুঁজি নিয়েও লড়াই করেছে বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০২ রানে ওয়েস্টে ইন্ডিজকে গুড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। তাইতো বোলারদের কৃতিত্ব দিতে ভুলেননি অধিনায়ক। তিনি বলেন, ‘পুরো কৃতিত্ব বোলারদের প্রাপ্য। যে-ই বোলিংয়ে আসছে সে-ই উইকেট উপহার দিয়েছে। এটি পুরোপুরি একটি দলীয় প্রচেষ্টার ফল। আমরা এখন ভালো ছন্দে আছি এবং আবারও ভালো ক্রিকেট খেলার জন্য মাঠে নামতে হবে।’</p>