<p>এ বছর ভারতের হয়ে অস্কারে প্রতিনিধিত্বের দায়িত্ব ছিল কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’-এর কাঁধে। তবে ভারতীয় সিনেমাপ্রেমীদের হতাশ করল ‘লাপাতা লেডিস’। অস্কারের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে পড়ল সিনেমাটি।</p> <p>কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। সেই স্বপ্ন অধারাই রয়ে গেল। অস্কারের ১০টি বিভাগে চূড়ান্ত ১৫টি তালিকায় নাম নেই ‘লাপাতা লেডিস’-এর। এমনকি ‘পুতুল’ ছবির জন্য গাওয়া ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটিও নির্বাচিত হয়নি অস্কারের সংক্ষিপ্ত তালিকায়। তবে এই হতাশার মধ্যে আশা জোগাচ্ছে একটি ভারতীয় সিনেমা। লাইফ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নাম রয়েছে ভারতীয় সিনেমা ‘অনুজা’র।</p> <p>মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় নাম রয়েছে ভারতীয় ‘অনুজা’র। সিনেমাটি প্রযোজনা করেছেন গুণীত মঙ্গা কাপুর। অভিনয় করেছেন নাগেশ ভোঁসলের মতো অভিনেতা। পোশাক শিল্পে শিশুশ্রমিককে বিষয়বস্তু করে তৈরি হয়েছে এটি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিঁথিতে সিঁদুর, লাবণ্য হয়ে প্রকাশ্যে এলেন পরীমনি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734499209-b84cd4d41b241df906a66dea968b1d5b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিঁথিতে সিঁদুর, লাবণ্য হয়ে প্রকাশ্যে এলেন পরীমনি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/18/1458721" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এখন শিক্ষিতের চেয়ে ধনীদের বেশি সম্মান করা হয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734497179-b5042a5709fc84e52b7f443cad3fa00d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এখন শিক্ষিতের চেয়ে ধনীদের বেশি সম্মান করা হয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/18/1458713" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>এবিষয়ে অস্কার অ্যাকাডেমির সদস্য উজ্জ্বল নির্গুদকর বলেন, ‘সুচিত্রা মাতাইয়ের লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম অনুজাকে এই বিভাগে ১৮০টি শর্ট ফিল্মের মধ্যে নির্বাচিত হতে দেখে আমি খুশি। গুনীত মঙ্গা এই সিনেমার একজন নির্বাহী প্রযোজক। সিনেমার স্টার কাস্টে অনেক ভারতীয় নাম রয়েছে, আর সেটাই প্রমাণ করে যে ভারতীয় প্রতিভারা বিশ্বব্যাপী স্বীকৃত।’</p> <p>এদিকে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ-এর চূড়ান্ত ১৫ তালিকা থেকে কিরণ রাও-এর ‘লাপাতা লেডিস’ ছিটকে গেলেও এ বিভাগে আশার আলো দেখাচ্ছে অন্য একটা হিন্দি ভাষার সিনেমা ‘সন্তোষ’। যদিও এই সিনেমাটির নাম জমা পড়েছে ইউনাইটেড কিংডম থেকে। এটি পরিচালনা করেছেন প্রবাসী সন্ধ্যা সুরি।</p>