<p>ব্রাজিল ও চেলসির সাবেক তারকা অস্কার তার দীর্ঘ আট বছরের চীনা ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। চীনের ক্লাব সাংহাই পোর্ট-এর হয়ে শেষ ম্যাচে মাঠ ছাড়ার সময় সমর্থকদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।  </p> <p>২০১৭ সালে ইউরোপীয় ফুটবল ছেড়ে চীনে যাওয়ার অস্কারের সিদ্ধান্ত বিশ্ব ফুটবলে বেশ চমক তৈরি করেছিল। ক্যারিয়ারের সোনালী সময়ে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার অনেক খেলোয়াড়ই তার এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন। তবে সাংহাই পোর্টের হয়ে তিনি নিজেকে সফলভাবে মানিয়ে নেন। আট বছরের ক্যারিয়ারে তিনি ক্লাবের হয়ে ২৪৮ ম্যাচে ৭৭টি গোল এবং ১৪১টি অ্যাসিস্ট করেছেন। এর পাশাপাশি, চীনে তিনি প্রায় ১৭৫ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার কোটি টাকা) উপার্জন করেছেন।  </p> <p>চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা লিগ এবং একটি লিগ কাপজয়ী অস্কার ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন। তবে চীনে যাওয়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে যায়। সাংহাই পোর্টের হয়ে তিনি কিছু ট্রফি জিতলেও তার সিদ্ধান্ত নিয়ে ফুটবলবিশ্বে বিতর্ক চলতে থাকে।  </p> <p>বিদায় মুহূর্তে অস্কার তার পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার মা বৃদ্ধ হচ্ছেন, বোনদের সন্তান হচ্ছে। আমরা পরিবারের কাছে থাকতে চাই।’<br />  <br /> ধারণা করা হচ্ছে, তিনি তার শিকড়ে, অর্থাৎ দক্ষিণ আমেরিকায় ফিরতে পারেন। তার সাবেক ক্লাব ইন্টারনাসিওনাল তাকে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে। ক্লাবের কোচ এদুয়ার্দো কৌদেতও তাকে দলে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছেন।  </p>