<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে নয়া পদক্ষেপ নিয়েছে চীন। গতকাল মঙ্গলবার চীন জানিয়েছে, বিদেশি পর্যটকদের জন্য ভিসামুক্ত ট্রানজিট নীতি শিথিল করেছে তারা। এখন থেকে চীনে ১০ দিন পর্যন্ত ভিসামুক্ত ট্রানজিট সুবিধা পাবেন পর্যটকরা। চীনের জাতীয় অভিবাসন প্রশাসন (এনআইএ) জানিয়েছে, বিদেশি ভ্রমণকারীরা এখন চীনে ভিসা ছাড়া ২৪০ ঘণ্টা বা সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত থাকতে পারবেন। আগে এই সময়সীমা ছিল ৭২ থেকে ১৪৪ ঘণ্টা অর্থাৎ তিন থেকে ছয় দিন পর্যন্ত। চীনের এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র্র, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল এবং কানাডাসহ ৫৪টি দেশের নাগরিকরা সুবিধা পাবেন। এই দেশগুলো থেকে আসা নাগরিকরা যারা কি না চীন থেকে তৃতীয় কোনো দেশে বা অঞ্চলে ট্রানজিট নেবেন, তারা ভিসা ছাড়াই চীনের ২৪টি প্রদেশের ৬০টি উন্মুক্ত বন্দরের যেকোনোটি দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন এবং সেখানে ১০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। বিদেশি পর্যটক বাড়ানোর প্রত্যাশা নিয়ে কোনো লুকোছাপা করেনি চীন। করোনা মহামারির ধাক্কার পর বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে একাধিক বড় নীতি পরিবর্তন করেছে দেশটি। সূত্র : সিএনএন, খালিজ টাইমস</span></span></span></span></p>