<p>আবুল কাশেম ও জাহানা বৃদ্ধ দম্পতি। ভাত খাওয়ার কথা জিজ্ঞেস করতেই চোখে মুখে ভেসে উঠল অসহায়ত্ব—বললেন, নানান কষ্টের কথা।</p> <p>ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাগাউড়া গ্রামের বাসিন্দা এই দম্পতির পাঁচ ছেলে ও এক মেয়ে আছে। আবুল কাশেম এক সময় পাতিলের নৌকায় কাজ করতেন। বয়স বৃদ্ধির সাথে সাথে কর্ম ক্ষমতা হারিয়ে ফেলেছেন। নিজের ভিটা বলতে কিছু নেই তার। অভাব আর অনটনে নিখোঁজ হয়েছে বড় ছেলে ও মেয়ে। জাহানা বেগম কানে কম শোনেন।</p> <p>ছোট ছোট তিন শিশু সন্তানকে নিয়ে এখন তাদের মাথাগোঁজার ঠাই হয়েছে সুপার মার্কেটের বারান্দায়। অযত্নে অবহেলায় বড় হচ্ছে তাদের সন্তানেরা। প্রচণ্ড শীতে রোগাক্রান্ত ক্লান্ত শরীরে বসে থাকেন তারা অপেক্ষা—কখন শহরের ব্যস্ততা কমবে? খালি হবে মার্কেটের বারান্দা? কখন সবকিছু ভুলে একটু ঘুমাতে পারবেন?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গোপালগঞ্জে ৫৬৩ কেজি পলিথিন জব্দ, ৫ ব্যবসায়ীকে জরিমানা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734520154-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গোপালগঞ্জে ৫৬৩ কেজি পলিথিন জব্দ, ৫ ব্যবসায়ীকে জরিমানা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/18/1458817" target="_blank"> </a></div> </div> <p>জাহানা বেগম বলেন, ‘রুটি খেয়ে জীবন বাঁচে। ভাত-মাছ খাওয়া শুধুই স্বপ্ন। গ্রামবাসী মায়া করে কিছু টাকা দিয়েছিলেন ঘর বানানোর জন্য, সাথে ভিক্ষা করা টাকা—সব মিলিয়ে ২০ হাজার, তবে জায়গার অভাবে ঘর আর হলো না।’</p> <p>উপজেলা ডাকবাংলা মার্কেটের রিপন মিয়াসহ একাধিক ব্যবসায়ী বলেন, চোখের সামনে দেখছি বছরের পর বছর কষ্ট করছে এই পরিবারটি। ছোট ছোট বাচ্চা নিয়ে মার্কেটের বারান্দা তাদের একমাত্র শেষ আশ্রয়স্থল।</p> <p>আবুল কাশেম বলেন, ‘ঘরে ঘরে তিন/চারজন সরকারি ভাতা পায় কিন্তু আমার বেলায় কেউই কোনো সহযোগিতা করে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পূর্বধলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734522628-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পূর্বধলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/18/1458825" target="_blank"> </a></div> </div> <p>নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীকে কালের কণ্ঠের প্রতিনিধি মুঠোফোনে বিষয়টি জানানোর পর তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যাবলী থাকলে তাদেরকে সরজমিনে গিয়ে সহযোগিতা করব।’</p>