<p>নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে চুম্বক ড্রেজার বসিয়ে ইজারা ছাড়াই বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে চর এলাকাবাসী। মানববন্ধন শেষে নদী ভাঙন থেকে রক্ষা ও দ্রুত বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে চর থেকে আসা কয়েক শ লোকজন।</p> <p>গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহরের উপজেলা মোড় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনটিতে বিভিন্ন পেশার কয়েক শ লোক অংশ নেয়।</p> <p>মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া লোকজন জানান, নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর মৌজায় মেঘনা নদীতে বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। কিন্তু ইজারাকৃত বালুমহাল থেকে প্রায় ৫/৭ কিলোমিটার পূর্ব দিকে আলোকবালী ইউনিয়নের আলোকবালী মৌজায় প্রায় ১৫/২০ দিন ধরে অনুমোদনবিহীন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।</p> <p>তারা আরো জানান, সেখানে ১০/১২টি অবৈধ চুম্বক ড্রেজার বসিয়ে রোজ ৬০/৭০ লাখ টাকার বালু উত্তোলন করছেন আবদুল কাইয়ুম নামের একজন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তিনি অবৈধ আগ্নেয়াস্ত্রে সজ্জিত সন্ত্রাসী বাহিনী দিয়ে নদীর পাড়ে সাধারণ মানুষের ফসলি জমি কেটে নিচ্ছেন। এতে স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো কাজে না আসায় মানববন্ধন কর্মসূচি পালন করছেন। অবৈধভাবে এই বালু উত্তোলন বন্ধ না হলে যেকোনো সময় কয়েকটি গ্রাম বিলীন হয়ে যেতে পারে। পাশাপাশি বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় দাঙ্গা-হাঙ্গামার সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা।</p> <p>আকরামুল ইসাম সমীর নামের মানববন্ধনে অংশ নেওয়া একজন বলেন, ‘আবদুল কাইয়ুম ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের ওপর ভর করে এতদিন বালু উত্তোলন করতেন। এলাকাবাসীর আন্দোলনের মুখে সেটা বন্ধ হয়েছিল। সম্প্রতি তিনি বিএনপির কয়েকজন নেতার ওপর ভর করে পুনরায় বালু উত্তোলন করে চরবাসীকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। দৈনিক ৬০/৭০ লাখ টাকার বালু উত্তোলন করেছেন। আর সেই টাকায় সন্ত্রাসী ভাড়া করে এলাকাবাসীকে হুমকি-ধমকিসহ মেরে ফেলার হুমকি দিচ্ছেন।’</p> <p>তিনি আরো বলেন, ‘এখন এলাকাবাসী এ ব্যাপারে সোচ্চার হয়েছে।’ তার ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে চরবাসীর কঠোর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তিনি।</p> <p>মানববন্ধনে অংশ নেওয়া নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার বলেন, ‘যেখানে ইজারা নেওয়া হয়েছে, সেখান থেকে বালু উত্তোলন করা হোক। নিয়ম মেনে বালু উত্তোলনে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইজারাবিহীনভাবে অবৈধ চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলন অন্যায়। আমরা প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন। নয়তো যেকোনো সময় এলাকাবাসী রুখে দাঁড়াবে। এতে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন।’</p>